ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ফিক্সিংয়ের কালো ছায়া

ছবি:

গত বছর শ্রীলঙ্কা সফরে গলে সিরিজের প্রথম টেস্ট খেলেছিল ভারত। সেই ম্যাচে স্বাগতিকদের ৩০৪ রানের ব্যবধানে হারিয়েছিল ভারত। দীর্ঘ ১ বছর পর জানা গেছে এই ম্যচটি ছিল পাতানো। কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।
শুধু এই ম্যাচটিই নয়, ২০১৬ সালের আগস্টে একই মাঠে অনুষ্ঠিত হওয়া সফরকারী অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টটিও পাতানো ছিল বলে দাবি তাদের। এর পক্ষে বেশ শক্ত প্রমাণ দিয়েছে তারা।
আল-জাজিরার গোপন তদন্তে জুয়াড়িদের কাছ থেকে জানা গেছে, ম্যাচের আগেই তারা মাঠকর্মীদের ঘুষ দিয়ে পিচ বানিয়ে নিয়েছিল নিজেদের চাহিদা মতো। ভারতের বিপক্ষে ব্যাটিং বান্ধব উইকেটে খেলা হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচের উইকেট ছিল বোলিং নির্ভর।

দুটি ম্যাচই গড়াপেটার পেছনে যুক্ত ছিলেন মুম্বাইয়ের জুয়াড়ি রবিন মরিস। গল মাঠের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক থারাঙ্গা ইন্দিকাকে প্রতিবেদক ইচ্ছেমত পিচ বানানোর প্রস্তাব দিলে তাতেও রাজি হন তিনি।
ফিক্সিংয়ের ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়ায় আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, 'একটি নিউজ সংস্থার ক্রিকেটে দুর্নীতি নিয়ে করা তদন্তের ব্যাপারটি আমরা জেনেছি। আর আমরা এই অনুষ্ঠানের বিষয় সংগ্রহ করে এবং অভিযোগটাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছি। যে সামান্য তথ্য আমরা পেয়েছি তার ওপর ভিত্তি করে সদস্য দেশগুলোর সতীর্থদের অ্যান্টি করাপশন কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত শুরু করেছি।'
আল-জাজিরার গোপন ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা গেছে ম্যাচ ফিক্সার রবিন মরিস গলের গ্রাউন্ডসম্যান থারিঙ্গা ইন্দিকার হাতে টাকা তুলে দিচ্ছেন। প্রতিবেদকের অভিযোগ, ইন্দিকা পিচ ডক্টরেট করার জন্য ৩৭,০০০ হাজার ডলার নিয়েছিলেন।
ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল ফিক্সিংয়ের পর চলতি বছরের নভেম্বরে এই গলের মাঠেই গড়াতে যাওয়া ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টও আছে বাজিকরদের নজরে! এমনটাই জানিয়েছে আল-জাজিরা।