promotional_ad

কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভিলিয়ার্স

promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বুধবার সন্ধ্যায় অবসরের ঘোষণা দিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। ক্রিকেটের '৩৬০ ডিগ্রি' খ্যাত এই তারকার অবসরে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।


ক্রিকেটার হতে শুরু করে ভক্ত সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তাদের মনোভাব। আর এসব দেখে অনেকটাই আবেগাপ্লুত প্রোটিয়া তারকা ভিলিয়ার্স। 


ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুলে যাননি তিনি। ধন্যবাদ জানিয়েছেন তার সময়ের ও তার সময়ের পূর্বের ক্রিকেটারদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন,


promotional_ad

'সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের, আমার দেশের ও আমার প্রতিপক্ষ দলের। আমাকে বোঝার জন্য ও শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ। শেষ কিছুদিন কঠিন এবং আবেগি ছিল। আপনাদের ভালবাসা ও সমর্থন আমাকে অনুপ্রেরণা যোগাবে।'




দক্ষিণ আফ্রিকার হয়ে এই ব্যাটসম্যান ১১৪ টি টেস্ট, ২২৪ টি ওয়ানডে ও ৭৮ টি টি২০ ম্যাচ খেলেছেন। মূলত অন্যদের সুযোগ দিতে গিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন তিনি।


এদিকে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া আসর গুলোতে খেলা চালিয়ে যাবেন তিনি। আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন। আফ্রিকায় খেলে যাবেন টাইটান্সের হয়েও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball