বিশ্বকাপের খসড়া সময়সূচী প্রকাশ

ছবি:

২০১৯ বিশ্বকাপ আসরে খেলবে মোট ১০টি দল। বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ড থেকে বিশ্বকাপের আসরে জায়গা করে নিয়েছে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।
সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের মাটিতে আগামী বছরের ৩০শে মে পর্দা উঠবে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের। আর টুর্নামেন্টটির পর্দা নামবে ১৪ই জুলাই।
এদিকে এরই মধ্যে আইসিসির এক বৈঠকে বিশ্বকাপের খসড়া সূচি নিয়ে আলোচনা করা হয়েছে।
সেখানে টুর্নামেন্টের ফরম্যাট চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে প্রত্যেকটি দল প্রত্যেকের বিপক্ষে ম্যাচ খেলবে।
গ্রুপ পর্বের শীর্ষ চার দল এরপর খেলবে সেমিফাইনালে। যেখানে সর্বমোট ম্যাচ সংখ্যা ৪৮টি।
ম্যাচ সংখ্যা এবং ফরম্যাট ছাড়াও চূড়ান্ত করা হয়েছে বিশ্বকাপের ভেন্যু সংখ্যাও। সিদ্ধান্ত অনুযায়ী এবারের বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে মোট ১২টি ভেন্যুতে।

বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া ১০ দল-
১। ভারত
২। পাকিস্তান
৩। অস্ট্রেলিয়া
৪। নিউজিল্যান্ড
৫। দক্ষিণ আফ্রিকা
৬। বাংলাদেশ
৭। ইংল্যান্ড
৮। আফগানিস্তান
৯। শ্রীলঙ্কা
১০। ওয়েস্ট ইন্ডিজ