আগামী মাসেই চূড়ান্ত হবে টাইগারদের কোচ

ছবি:

আগামী মাসের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী কোচ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। বুধবার বোর্ড প্রধান সাংবাদিকদের জানিয়েছেন এমনটাই।
চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই একজন অভিজ্ঞ কোচ পাওয়ার জন্য হাপিত্যেশ করে আছে বিসিবি। এবার পাপন নিজেই জানিয়েছেন এই অপেক্ষার অবসান দ্রুতই ঘটতে চলেছে।
কোচ পাওয়া প্রসঙ্গে বিসিবি প্রধান গণমাধ্যমকে বলেছেন, 'হেড কোচের সঙ্গে অন্য কোচ নিয়েও কাজ করছি। আশা করছি সামনের মাস থেকে আমরা হেড কোচ হিসেবে কাউকে পাবো।'

অবশ্য বিসিবি সভাপতি কোচের বিষয়ে সবুজ সঙ্কেত এই প্রথম দিলেন না, গত নিদাহাস ট্রফি চলাকালীন সময়েও তিনি জানিয়েছিলেন চলতি মাসেই নাকি নতুন কোচ আসতে যাচ্ছে।
সুতরাং পাপনের কথা আদৌ কতটা ঠিক হবে সেটি এখনই বলা যাচ্ছে না। এর আগে টাইগারদের কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলেন রিচার্ড পাইবাস এবং ফিল সিমন্স।
সেসময় জানা গিয়েছিলো পাইবাসকেই নাকি কোচ হিসেবে মনে ধরেছে বিসিবির। কিন্তু শেষ পর্যন্ত আর তাঁকে নিয়োগ দেয়া হয়নি। এরপর থেকেই কোচ নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে।
এবার দেখার বিষয় বোর্ড সভাপতির বুধবারের বক্তব্য কতটা ঠিক হয়। সেই সময়ের অপেক্ষাতেই এখন রয়েছে ক্রিকেট অঙ্গন।
যদিও সেই কোচের নাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে কোচ নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদেরকেই প্রাধান্য দিবে বিসিবি।