ছিটকে পড়লেন মুশফিকও

ছবি:

ইনজুরি যেন পিছু ছাড়ছেই না টাইগারদের। একের পর এক ইনজুরিতে পরে রীতিমত বিপর্যস্ত অবস্থা সকলের। এরই মধ্যে চোটের কারণে চলমান বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) থেকে ছিটকে পরতে হয়েছে তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ এবং তামিম ইকবালকে।
আর অলরাউন্ডার নাসির হোসেন তো পায়ে আঘাত পেয়ে মাঠের বাইরেই চলে গিয়েছেন ৬ মাসের জন্য। এবার সর্বশেষ ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের তালিকায় যুক্ত হলো টাইগারদের উইকেট রক্ষক ব্যাটসম্যান এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের নাম।
বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে বিসিএলের চতুর্থ রাউন্ডের খেলার শেষ দিন মাঠে নামার আগে অনুশীলনে গোড়ালিতে আঘাত পান মুশফিক। ফুটবল খেলতে গিয়ে সতীর্থ নাজমুল হোসেন শান্তর সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। এই ঘটনার পড় অবশ্য চারদিন পার হয়ে গেছে।

তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি মুশফিক। ফলে বিসিএলের শেষ দুই রাউন্ডে আর খেলা হচ্ছে না তাঁর। এদিকে ইতিমধ্যে মুশফিকের ইনজুরি প্রসঙ্গটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দেবাশীষ জানান, 'সে গোড়ালির স্ট্রেইন ইনজুরিতে ভুগছে। বর্তমানে তাঁর বিশ্রামে থাকতে হবে।'
বিসিবি ফিজিও আরো বলেন, 'মুশফিক গোড়ালিতে চোট পেয়েছে চারদিন হলো। এখন ওকে বিশ্রাম নিতে হবে। প্রতি সপ্তাহে আমরা ওর অবস্থা মূল্যায়ন করবো। সেরে উঠতে কতোদিন লাগবে এখনই বলা যাচ্ছে না।'
উল্লেখ্য ফুটবল খেলতে গিয়ে কয়েকদিন আগে মারাত্মক এক ইনজুরিতে পড়েছেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেনও। এবার মুশফিকও ফুটবল খেলতে গিয়েই ইনজুরিতে পড়লেন।