হায়দ্রাবাদের হয়ে সাকিবই প্রথম
ছবি:

কলকাতা নাইট রাইডার্সের হয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) হাতে খড়ি হয়েছিলো টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।
৬টি আইপিএলেই কলকাতার হয়ে খেলেছিলেন বাংলাদেশের এই পোষ্টার বয়। সেই কলকাতার বিপক্ষেই গত ম্যাচে অলরাউন্ড পারফর্মেন্সের নৈপুণ্য দেখালেন সাকিব।
ব্যাট হাতে ২১ বলে ২৭ রান করা ছাড়াও বল হাতে ৪ ওভারে ২১ রান খরচায় ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি।

শুধু তাই নয়, দুটি ক্যাচও এদিন তালুবন্দি করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দারুণ এই পারফর্মেন্সের সুবাদে একটি রেকর্ডেও নাম লিখিয়েছেন সাকিব।
আইপিএলে এখন পর্যন্ত সাকিব মাত্র সপ্তম ক্রিকেটার যিনি ২৫ ঊর্ধ্ব রান করার পাশাপাশি একই সাথে ২টি উইকেট এবং ২টি ক্যাচ ধরেছেন।
আইপিএলে সপ্তম হলেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এই কীর্তি অবশ্য শুধু সাকিবেরই।
সাকিবের আগে এই কীর্তি ছিলো সৌরভ গাঙ্গুলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, জেপি ডুমিনি, আন্দ্রে রাসেল এবং বেন স্টোকসের।
উল্লেখ্য এখন পর্যন্ত ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় চতুর্থতে অবস্থান করছেন সাকিব আল হাসান।