ক্রিকেটে ফিরছেন ইউনুস!

ছবি:

আন্তর্জাতিক ক্রিকেটকে গত বছর বিদায় জানিয়েছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক ইউনুস খান। আর ক্রিকেট ক্যারিয়ার শেষ করার এক বছরের মধ্যেই ক্রিকেটে ফেরার চিন্তায় তিনি।
ভবিষ্যতে কোচ হিসেবে দেখা যেতে পারে তাকে। ইতিমধ্যেই কোচ হওয়ার জন্য একাডেমীতে অংশগ্রহণ করেছেন তিনি। লেভেল থ্রি'র কোচিং কোর্সে নাম লিপিবদ্ধ করেছেন তিনি।

আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই কোর্সে ইউনুসদের তালিম দেবেন অস্ট্রেলিয়ানরা। শুধু ইউনুস একা নন, তার সঙ্গে কোচ হওয়ার কোচিংয়ে ভর্তি হয়েছেন আরেকজন পাকিস্তানী ক্রিকেটার।
তিনি হচ্ছেন সাবেক টেস্ট স্পিনার আকরাম রাজা। ৪০ বছর বয়সী রাজা অবশ্য পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং করেন। তবুও এই পেশা বেঁছে নিতে চান তিনি।
ক্যারিয়ারে ১১৮ টেস্ট ম্যাচ খেলা ইউনুস খান এমন পেশা বেঁছে নেবেন সেটা অবশ্য আগে থেকেই বোঝা গিয়েছিলো। ১০০৯৯ রানের অধিকারী ইউনুস নিজের বিভিন্ন সাক্ষাৎকারেই এমনটা বলেছিলেন।