ফিক্সিং কেলেঙ্কারিতে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

ছবি:

অস্ট্রেলিয়ার দলের বল টেম্পারিং ইস্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোড়ন চলছিল ক্রিকেটবিশ্বে। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের সেই কৃতকর্ম এবং তাদের শাস্তি নিয়ে এখনো আলোচনা হচ্ছে।
আর এবার সামনে উঠে এলো ফিক্সিং ইস্যু! ভারতীয় সংবাদ মাধ্যমই এবার জানান দিচ্ছে এমনই এক তথ্য। তাদের দাবী, ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ভারতের বিশ্বকাপজয়ী এক ক্রিকেটার।

আর সেই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিভাগ। তাদের সাহায্য করছে পুলিশও। দেশের হয়ে নাকি তিন ফরম্যাটের ক্রিকেট ম্যাচে খেলেছেন সেই ক্রিকেটার।
গত বছর (২০১৭ সাল) জয়পুরে রাজপুতানা প্রিমিয়ার লিগ (আরপিএল) নামে একটি টি-টুয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল যেখানে বেশীরভাগ ম্যাচই নাকি পাতানো!
আরপিএল টুর্নামেন্ট চলাকালীন সময়ে সেই ক্রিকেটারকে নাকি মাঠের বাউন্ডারি লাইনের পাশেও নিয়মিত দেখা যেতো। এসব ব্যাপারে পুলিশ কিছু না জানালেও তাদের হাতে বেশ কিছু প্রমাণ আছে বলে আশ্বস্ত করেছেন।