গোলাপি বলের আইপিএল চান কপিল দেব

ছবি:

আইপিএলে গোলাপি বল ব্যবহার করার পক্ষে মত দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। এর কারণ হচ্ছে দিবা রাত্রির টেস্টে খেলার আগে ভারতীয়দের গোলাপি বলের সঙ্গে অভ্যস্ত করা।
যদিও সাম্প্রতিক সময়কালে দিবা রাত্রির কোনো টেস্ট খেলছে না ভারত বা কোনো দল। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখেই এমন প্রস্তাব দিয়েছেন কপিল দেব।

টাইমস অফ ইন্ডিয়াকে কপিল জানান, 'যদি ঘরের মাঠে গোলাপি বলে ভারতীয় দল ডে-নাইট টেস্ট খেলতে চায়, তবে তাদের উচিৎ হবে পরীক্ষামূলক ভাবে আইপিএলের পরবর্তী আসরে গোলাপি বল চালু করা। যদি তারা সিরিয়াস হয়, তবে এটা দিবা-রাত্রির টেস্টের জন্য ভালো ফল দেবে।
একইসাথে দিবা রাত্রির টেস্ট খেলার ব্যাপারে তার মতামত প্রকাশ করতে গিয়ে জানান, 'উপমহাদেশে বেশিরভাগ সময়ই গরম থাকে। তাই দিবা-রাত্রির টেস্ট ভালো হবে। তবে এটা নির্ভর করবে বিসিসিআই ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিষয়টাকে কিভাবে দেখছে।'
উল্লেখ্য, ২০১৫ সালে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচের খেলা হয়েছিল এই গোলাপি বল দিয়ে। ইতিহাসে প্রথম সেই ম্যাচটিই গোলাপি বলে হয়েছিলো।