দৃশ্যপট বদলে দেয়া সেই ছক্কার ব্যাখ্যায় মাহমুদুল্লাহ

ছবি:

নিদাহাস ট্রফির 'অঘোষিত' সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেশে ফিরে সেই বলটি খেলার আগমুহূর্তে নিজের অবস্থার কথা জানিয়েছেন তিনি। বিডিনিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান,
'ওই বলের আগে আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব স্থির থাকা যায়। স্থিরতা সবচেয়ে বেশি দরকার ছিল। তার আগের বলটায় দুই রান নিতে গিয়ে ডাইভ দিয়ে গ্লাভস কিছুটা নষ্ট হয়। তখন আমি গ্লাভস পরিবর্তন আর পানির জন্য ডাক দেই। একটু সময় পাই। যেটা আমাকে স্থির হতে সহায়তা করেছিল।'
'বলটার আগে আমি ভাবছিলাম যেন, বলটা ঠিকমতো দেখি। কারণ ওই রকম পরিস্থিতিতে অনেক সময় হাত জমে যায়, অনেক নেতিবাচকতা মাথায় আসে। বিশেষ করে আমার যেহেতু আগে বাজে অভিজ্ঞতা ছিল, দু-একবার করতে পারিনি।

এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বাস, নিদাহাস ট্রফির ফাইনাল খেলতে পেরে দৃশ্যপটই বদলে গিয়েছে দলের। বাংলাদেশ দলের টি-টুয়েন্টিতে উন্নয়নের কথা উল্লেখ করে ডেইলি স্টারকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে তিনি জানান,
'নিদাহাস ট্রফির সেমিফাইনালে হাঁকানো ছক্কাটা অবশ্যই স্মরণীয় ছিল। এটা আমার ক্যারিয়ার সেরা অবশ্যই। নিদাহাস ট্রফিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমাদের টি-টুয়েন্টি সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল।
'আমার মনে হয়, এই সিরিজে আমরা সেটা কিছুটা হলেও কাটিয়ে উঠেছি। আমাদের ফাইনালে দেখবে, এমনটা কেউ ভাবেনি। আমাদের দলের দৃশ্যপট বদলানোর দরকার ছিল। সবাই মিলে সেটাই করেছে।'