শেষদিনে অগ্নিপরীক্ষার সম্মুখীন ইংলিশ বোলাররা

ছবি:

ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩৮২ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিয়েছে সফরকারি ইংল্যান্ড। তবে এতো বড় লক্ষ্যে খেলতে নেমেও দারুণ অবস্থানে নিউজিল্যান্ড।
বিনা উইকেটে ৪২ রান নিয়েই পঞ্চম দিন শুরু করবেন দুই কিউই ওপেনার টম ল্যাথাম (২৫*) ও জিৎ রাভাল (১৭*)। আর তাতে ক্রাইস্টচার্চ টেস্ট আগাতে পারে ড্র'য়ের দিকেই।
আর এই টেস্ট ড্র হলেও অকল্যান্ড টেস্টে ইনিংস ও ৪৯ রানে জয় পাওয়ায় সিরিজটি জিতে নিবে স্বাগতিক নিউজিল্যান্ড। অপরদিকে পঞ্চম দিনে দারুণ বোলিং করে ম্যাচ জিততে পারলে সিরিজটি ভাগাভাগি করে নেবে দুই দল।
ইংল্যান্ড চতুর্থ দিন শুরু করেছিলো তিন উইকেটে ২০২ রান নিয়ে। সেখান থেকে নয় উইকেটে ৩৫২ রান তোলার পর ইনিংস ঘোষণা করে তারা। এদিনে অর্ধশত রান করেন ইংলিশ অধিনায়ক জো রুট (৫৪) এবং ডেভিড মালান (৫৩)।

আর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৩৬ রান। ওপেনার মার্ক স্টোনম্যান ৬০ রান করেন এবং ইংলিশ লাইনআপে সর্বোচ্চ ৭৬ রান করেন জেমস ভিঞ্চ। কিউই বোলারদের মধ্যে চারটি উইকেট নেন কলিন ডি গ্র্যান্ডহোম।
সংক্ষিপ্ত স্কোরঃ-
শেষদিনে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ৩৪০ রান, হাতে সব কয়টি উইকেট।
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩০৭ (৯৬.৫ ওভার)
(মার্ক স্টোনম্যান ৩৫, জো রুট ৩৭, বেন স্টোকস ২৫, জনি বেয়ারস্টো ১০১, মার্ক উড ৫২; ট্রেন্ট বোল্ট ৪/৮৭, টিম সাউদি ৬/৬২)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৭৮ (৯৩.৩ ওভার)
(কেন উইলিয়ামসন ২২, বিজে ওয়াটলিং ৮৫, কলিন ডি গ্র্যান্ডহোম ৭২, টিম সাউদি ৫০, নেইল ওয়াগনার ২৪*, ট্রেন্ট বোল্ডট ১৬*; জেমস অ্যান্ডারসন ৪/৭৬, স্টুয়ার্ট ব্রড ৬/৫৪)।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৫২/৯ডি (১০৬.৪ ওভার)
(মার্ক স্টোনম্যান ৬০, জেমস ভিন্স ৭৬, জো রুট ৫৪, ডাউইড মালান ৫৩, জনি বেয়ারস্টো ৩৬, জ্যাক লিচ ১৪*; ট্রেন্ট বোল্ট ২/৮৯, কলিন ডি গ্র্যান্ডহোম ৪/৯৪, নেইল ওয়াগনার ২/৫১)।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৪২/০* (২৩ ওভার)
(টম লাথাম ২৫*, জিত রাভাল ১৭*; জেমস অ্যান্ডারসন ০/৯, স্টুয়ার্ট ব্রড ০/১৬, মার্ক উড ০/১৩, জ্যাক লিচ ০/৪, জো রুট ০/০)।