করাচিতে রেকর্ড জয়ে প্রত্যাবর্তন করলো পাকিস্তান

ছবি:

প্রায় ৯ বছর পর করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হল। আর এই আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচটি দারুণভাবে স্মরণীয় করে রাখল পাকিস্তান। সফরকারি উইন্ডিজকে রেকর্ড রানের ব্যবধানে (১৪৩ রানে) হারিয়েছে তারা।
রবিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে প্রথমে ব্যাট করে নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২০৩ রান সংগ্রহ করে স্বাগতিক পাকিস্তান। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই রান করতে গিয়ে দলের কোনো ব্যাটসম্যান ফিফটি করেননি!
সর্বোচ্চ ৪১ রান (৩৭ বলে) করেন হুসাইন তালাত। ২২ বলে ৩৮ রান করেন অধিনায়ক সরফরাজ আহমেদ। ১৪ বলে ৩৭* রানের ক্যামিও খেলেন শোয়েব মালিক। এছাড়াও ফখর জামান করেন ৩৯ রান।

এরপরে ১৩.৪ ওভারের মধ্যে উইন্ডিজকে ৬০ রানের মধ্যেই গুঁটিয়ে দেয় পাকিস্তানের বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন স্যামুয়েলস। দুটি করে উইকেট শিকার করেন আমির, মালিক এবং নেওয়াজ।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ২০৩/৫ (২০ ওভার) (ফখর ৩৯, তালাত ৪১, সরফরাজ ৩৮, মালিক ৩৭*; পল ১/২৬)।
ওয়েস্ট ইন্ডিজ : ৬০ (১৩.৪ ওভারে) (স্যামুয়েলস ১৮, পল ১০*, এমরিত ১১; নেওয়াজ ২/১৯, আমির ২/৩, মালিক ২/১৩)।
ফলাফল : পাকিস্তান ১৪৩ রানে জয়ী।