promotional_ad

কিউইদের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিতে যাচ্ছে ইংলিশরা

promotional_ad

ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে সফরকারী ইংল্যান্ড। টেস্টের তৃতীয় দিন মার্ক স্টোনম্যান এবং জেমস ভিনসের জোড়া হাফসেঞ্চুরিতে ৩ উইকেটে ২০২ রান নিয়ে খেলা শেষ করেছে ইংলিশরা। 


এর আগে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩০৭ রানের জবাবে স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে মাত্র ২৭৮ রানে অলআউট হয়ে গিয়েছিলো ???িউইরা। ব্রড ৫৪ রানে একাই ৬ উইকেট শিকার করেছিলেন। অপরদিকে ব্রড নিয়েছেন ৭৬ রানে ৪ উইকেট। 


কিউইদের পক্ষে বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম এবং টিম সাউদির হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন।  কিন্তু এরপরেও লিড নিতে পারেনি তারা। ২৯ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলো ইংল্যান্ড। আর ব্যাটিংয়ে নেমে মার্ক স্টোনম্যান এবং জেমস ভিনসের ফিফটিতে বড় স্কোরের পথেই এগিয়ে যাচ্ছিলো তারা। 


ভিনস ৭৬ এবং স্টোনম্যান ৬০ রান করে আউট হলে দলের হাল ধরেন অধিনায়ক জো রুট এবং ডেভিড মালান। শেষ পর্যন্ত এই দুই ব্যাটসম্যানের ব্যাটেই ৩ উইকেটে ২০২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ইংলিশরা। ফলে তাদের লিডের পরিমাণ দাঁড়ায় ২৩১ রান। চতুর্থ দিন রুট ৩০ এবং মালান ১৯ রান নিয়ে খেলতে নামবেন। 



promotional_ad

উল্লেখ্য নিজেদের প্রথম ইনিংসে টসে হেরে ব্যাটিং করতে নেমে জনি বেয়ারস্টোর সেঞ্চুরি এবং মার্ক উডের হাফসেঞ্চুরিতে ভর করে ৩০৭ রান সংগ্রহ করেছিলো ইংল্যান্ড। সফরকারীদের অলআউট করার পেছনে মূল ভূমিকা রেখেছিলেন দুই ফ্রন্টলাইন পেসার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট। বোল্ট ৬২ রানে ৬টি এবং সাউদি ৮৭ রানে ৪ টি উইকেট শিকার করেন। 


সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড ১ম ইনিংস: ৩০৭ (বেয়ারস্টো ১০১, উড ৫২) (সাউদি- ৬/৬২, বোল্ট- ৪/৮৭)


নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ১৯২/৬) ৯৩.৩ ওভারে ২৭৮ (রাভাল ৫, ল্যাথাম ০, উইলিয়ামসন ২২, টেইলর ২, নিকোলস ০, ওয়াটলিং ৮৫, ডি গ্র্যান্ডহোম ৭২, সাউদি ৫০, সোধি ১, ওয়েগনার ২৪*, বোল্ট ১৬; অ্যান্ডারসন ৪/৭৬, ব্রড ৬/৫৪)



ইংল্যান্ড ২য় ইনিংস: ৬৬ ওভারে ২০২/৩ (কুক ১৪, স্টোনম্যান ৬০, ভিন্স ৭৬, রুট ৩০*, মালান ১৯*; বোল্ট ২/৩৮, সাউদি ১/৪২, ডি গ্র্যান্ডহোম ০/৩৭, ওয়েগনার ০/৩৮, সোধি ০/৪৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball