সব প্রশ্নের উত্তর দিতে নিষেধ ছিলো ওয়ার্নারের!

ছবি:

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের সঙ্গে জড়িত থাকার অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। আর একই কাজে নয়মাসের নিষেধাজ্ঞা বেনক্রফটের।
সাংবাদিক সম্মেলনে আগেই ক্ষমা চেয়েছেন স্টিভ স্মিথ এবং বেনক্রফট। আর শনিবার ক্ষমা চাইলেন ডেভিড ওয়ার্নার। তবে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেননি ডেভিড ওয়ার্নার।
কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি। এড়িয়ে যাওয়া প্রশ্নগুলোর মধ্যে ছিল আগেও বল টেম্পারিং করেছেন কিনা, আর কতজন সদস্য এই পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল, দলের বাকি সদস্যদের সঙ্গে কেমন সম্পর্ক এখন আর গত বছর খেলোয়াড়দের বিদ্রোহে নেতৃত্ব দেওয়ায় বোর্ডের বলির পাঁঠা হয়েছেন কিনা-- এসব।

পরে সংবাদ সম্মেলন শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পরে এসব বিষয়ে টুইটারে লিখেছেন ওয়ার্নার। তার দাবী, ক্রিকেট অস্ট্রেলিয়াই বারণ করেছিলো তাকে ওইসব প্রশ্নের জবাব দিতে।
ওয়ার্নার লিখেন, ‘আমি জানি অনেকগুলো প্রশ্নই ছিল যেগুলোর উত্তর দেওয়া হয়নি। আমি সময়মতো প্রশ্নগুলোর উত্তর দেবো। কিন্তু বোর্ডের একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে, যা অবশ্যই অনুসরণ করতে হয়। আমাকে বলে দেওয়া হয়েছে প্রক্রিয়াটা মেনে চলতে।
'আর সব প্রশ্নের উত্তর সঠিক সময় ও সঠিক স্থানে দেওয়ার জন্য। আমার এই বিষয়টি সংবাদ সম্মেলনেই হয়তো বলা উচিত ছিল। আমি দুঃখিত না বলার জন্য। আমার পরিবার ও ক্রিকেটের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এই প্রক্রিয়াটি ঠিকমতো মেনে চলতে হবে। আমার মনে হয় এটাই উচিত।'