promotional_ad

আগে আরো বেশি কাজ করতেন অধিনায়ক সাকিব

promotional_ad

একজন অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কাজটি যে খুব একটা সহজ নয় তা বলাই বাহুল্য। শুধু তাই নয়, সবার মধ্যে অধিনায়কত্বের ক্ষমতাও বিদ্যমান থাকে না- এই মতামত টাইগারদের টি টোয়েন্টি কাম টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের। 


নিজের অধিনায়কত্ব নিয়ে দেশের শীর্ষ বাংলা দৈনিক প্রথম আলোর সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন সাকিব। কথা বলেছেন অধিনায়কত্বের নানা দিক প্রসঙ্গেও।দলকে নেতৃত্ব দেয়ার কাজটিকে কঠিন হিসেবে দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন,  


'কঠিন কাজ বলব না। তবে একটা জিনিস, সবার মধ্যে অধিনায়কত্ব করার গুণাবলি থাকে না। অধিনায়কত্ব করা কঠিন কোনো কাজ মনে হয় না আমার কাছে। ক্রিকেট এমনই খেলা, যেখানে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটি ঠিক হলে আপনি হিরো, ঠিক না হলে আপনি জিরো!



promotional_ad

সাকিব আরো যোগ করেন, 'তার মানে এই নয় যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আপনার চিন্তা হয়তো একরকম ছিল, হয়ে গেছে আরেক রকম। তবে বলব না, এটা কঠিন কোনো কাজ। কিছু কিছু ক্ষেত্রে দলকে উজ্জীবিত করা খুবই গুরুত্বপূর্ণ।'


শুধু তাই নয়, অধিনায়কত্বকে চাপ হিসেবেও দেখার পক্ষে নন সাকিব। বরং চাপ হিসেবে না দেখে উপভোগ করার ক্ষেত্রেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। সাকিবের ভাষ্যমতে, 'ভাবলে চাপ, না ভাবলে কোনো চাপ নয়। ওভাবেই চিন্তা করি। বাইরে কী কথা হচ্ছে, কে কী ভাবছে, সেটা মোটেও ভাবি না। এ কারণে চাপ আমাকে ঘিরে ধরে না। মাঠের খেলায় মনোযোগী থাকি। সফল না হলে তা নিয়ে ভাবি না।'


২০১১ সালে অধিনায়কের পদ থেকে সাকিবকে সরিয়ে দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে ব্যর্থতার দায়ভার নিয়ে ইস্তফা দিতে হয়েছিলো সাকিবকে। এরপর দীর্ঘ ৭ বছর পর আবারো সাকিবে আস্থা রাখলো বোর্ড।



২০১১ এবং ২০১৮ এর পার্থক্য নিয়ে কথা বলতে গিয়ে সাকিব জানিয়েছেন দল এখন অনেক বেশি পরিণত হওয়ায় আগের থেকে এখন অনেক কম কাজ করতে হয় অধিনায়ক হিসেবে। আর এই কারণে দলের ভেতরে তার সম্পৃক্ততা আরও কম বলে উল্লেখ করলেন তিনি। সাকিব বললেন, 'এখন কম কথা বলি, আগে মনে হয় দলের ভেতর আরও বেশি সম্পৃক্ত থাকতাম। আগে আরও বেশি কাজ করতাম!' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball