promotional_ad

বেয়ারস্টোর সেঞ্চুরির পর ব্রডের তোপে পুড়ছে কিউইরা

promotional_ad

প্রথম দিনের করা আট উইকেটের বিনিময়ে ২৯০ রানকে বেশিদূর টেনে নিতে পারেনি ইংল্যান্ড। টেনে নিতে পারবে না তারা এমনটা অবশ্য প্রত্যাশিতই ছিল। 
ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে অবশ্য জনি বেয়ারস্টোর সেঞ্চুরির অপেক্ষায় ছিল ইংল্যান্ড সমর্থকরা। 


আগের দিন ৯৭ রানে অপরাজিত থাকা ইংলিশ উইকেটরক্ষক বেয়ারস্টো অবশ্য হতাশ করেননি। ১০১ রান করেই ফিরেছেন তিনি। আর শেষ দুই উইকেট পরতে পরতে ৩০৭ রানে থামে ইংলিশদের ইনিংস। 


জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনটি মোটেই ভালো যায়নি স্বাগতিক নিউজিল্যান্ডের। দিনশেষে ১৯২ রান করতেই ছয়টি উইকেট হারিয়েছে তারা। অবশ্য ৩৬ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়েছিল কিউইরা।



promotional_ad

স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনের ঝড়ো বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে তারা। ব্রড নেন চারটি উইকেট। আর অ্যান্ডারসনের শিকার দুইটি উইকেট। 


পাঁচ উইকেট হারানোর পরে অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা চালায় কিউইরা। তবে শেষ বিকেলে কলিন ডি গ্র্যান্ডহোমকে (৭২) হারায় তারা। ৭৭* রানে উইকেটে আছেন জন ওয়াটলিং। 


ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ- ৩০৭/১০
(জনি বেয়ারস্টো ১০১, মার্ক উড ৫২, জো রুট ৩৭, মার্ক স্টোনম্যান ৩৫; নিউজিল্যান্ডের বোলিং- টিম সাউদি ৬/৬২, ট্রেন্ট বোল্ট ৪/৮৭) 
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ- ১৯২/৬
(জন ওয়াটলিং ৭৭*, কলিন ডি গ্র্যান্ডহোমকে ৭২; ইংল্যান্ডের বোলিং- স্টুয়ার্ট ব্রড ৪/৩৮, জেমস অ্যান্ডারসন ২/৪৩)
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball