promotional_ad

কান্নায় ভেঙ্গে পড়লেন স্টিভ স্মিথ

promotional_ad

বল টেম্পারিং ইস্যু নিয়ে স্টিভ স্মিথের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলো সবাই। অবশেষে নিরবতা ভাঙ্গলেন স্মিথ। দেশে ফিরেই সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন সদ্য সাবেক এই অজি অধিনায়ক। 


আর সেখানে কেপটাউন টেস্টের ঘটনা নিয়ে কথা বলেছেন তিনি। তবে একেবারেই বিধ্বস্ত অবস্থায় এদিন গণমাধ্যমের সামনে হাজির হতে দেখা গেছে স্মিথকে। শুধু তাই নয়, সাংবাদিকদের সামনে কথকা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়তেও দেখা গেছে তাঁকে। 


অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে কেলেঙ্কারির পুরো দায়ভার নেয়ার কথা ঘোষণা করে সংবাদ সম্মেলন শুরু করেন  স্মিথ। তিনি বলেন, 


 


'অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে আমি পুরো ব্যাপারটির দায়ভার নিচ্ছি। আমার খুব বড় ভুল হয়েছে। আমি দলকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছি। আমি সবার কাছে ক্ষমা চাই। নিজের এই ভুলের মাশুল দিতে সবকিছুই করতে রাজি।' 


 



promotional_ad

সময়ের সাথে সাথে নিজের হারানো আত্মসম্মান ফিরে পাবেন বলেও আশা প্রকাশ করছেন স্মিথ। তিনি বলেন, 


 


'এটি আমার জন্য বড় একটি শিক্ষা, আশা করি এর মাধ্যমে আমার মধ্যে পরিবর্তন আসবে। বাকি জীবনটাতে আমার এর জন্য আপসোস করতে হবে। আমি পুরোপুরি ভাবে দোষী। আমি মনে করি সময়ের সাথে সাথে পুনরায় আমি হারানো সম্মান ফিরে পাবো। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা একটি খেলা। এটি আমার জীবন এবং আমি আশা করি আবারো এখানে আমি ফিরতে পারবো।'


 


এর আগে এমন ঘটনা আর কখনো ঘটেনি বলেও জানান স্মিথ। এই বিষয়ে কাউকে দোষারোপও করতে চাইছেন না তিনি। অধিনায়ক হিসেবে সকল দায়ভার নিজেই নিচ্ছেন জানিয়ে স্মিথ বললেন,  


 



'আমার জানা মতে এমনটা এর আগে কখনো হয়নি। এই প্রথমবারের মতো এমনটা ঘটেছে এবং আর কখনোই তা ঘটবে না। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি অধিনাক, আর এটি আমার অধীনেই হয়েছে এবং কেপটাউনে যা হয়েছে এর পুরো দায়ভার আমার।' 


 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball