নিকোলসের সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে কিউইরা

ছবি:

অকল্যান্ড টেস্টের দ্বিতীয় আর তৃতীয় দিনে বৃষ্টির কারণে তেমন কোনো সুবিধাই করতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড। তবে টেস্টের চতুর্থ দিনে বৃষ্টি না আসায় দিনটির সর্বোচ্চ ব্যবহার করেছে দলটি।
তৃতীয় দিন শেষে দলীয় রান চার উইকেটে ২৩৩ থেকে চতুর্থ দিনের মাঝামাঝি পর্যন্ত ব্যাট করে সেটাকে আট উইকেটে ৪২৭ রানে নিয়ে গেছে কিউইরা। কৃতিত্ব অবশ্যই প্রাপ্য হেনরি নিকোলসের।
আগের দিনে ৫২ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান কিউইদের ইনিংস ঘোষণার আগপর্যন্ত ১৪৫ রানে অপরাজিত ছিলেন। আর তার সঙ্গে দুই অঙ্কের করে রান করেছেন ওয়ালটিং, গ্র্যান্ডহোম, অ্যাস্টল এবং সাউদিরা (যথাক্রমে ৩১, ২৯, ১৮ ও ২৫)।

এরইসঙ্গে ৩৬৯ রানের লিড পেয়ে যায় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ৫৮ রানে অলআউট হলেও নিজেদের দ্বিতীয় ইনিংসে মোটামুটি স্বাচ্ছন্দ্যে খেলতে দেখা যাচ্ছিলো তাদের।
চতুর্থ দিনের শেষপর্যন্ত তিন উইকেটের বিনিময়ে ১৩২ রান করেছে তারা। যদিও পঞ্চম দিন তাদের শুরু করতে হবে ২৩৭ রানে পিছিয়ে থেকে। শুরুতে অবশ্য দুই রান করেই ফিরে গিয়েছেন অ্যালিস্টার কুক।
এরপরে ৮৮ রানের জুটি গড়েন মার্ক স্টোনম্যান এবং অধিনায়ক জো রুট। স্টোনম্যান ৫৫ রান করে ফিরে যাওয়ার পরে ৫১ রান করে ফিরে যান রুটও। আর এতেই চাপে পড়েছে ইংল্যান্ড।
উইকেটে আছেন ডেভিড মালান (১৯*)। দলীয় ১৩২ রানে রুট ফিরে গেলে তখনই চতুর্থ দিনের খেলা শেষ হয়, ফলে নামতে হয়নি নতুন কোনো ব্যাটসম্যানকে।
নিয়মিত ব্যাটিং অর্ডারের হিসেবে সোমবার সকালে মালানের সঙ্গে ব্যাট করতে নামতে পারেন বেন স্টোক্স। কিউই বোলারদের মধ্যে দুই উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, একটি উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার।