ব্রডের ৪০০

ছবি:

টেস্ট ক্যারিয়ারে ১১৫ তম টেস্ট খেলার পরে ৪০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে টম ল্যাথামের উইকেট নিয়ে এমন মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৫তম বোলার হিসেবে টেস্টে ৪০০ টি উইকেটের দেখা পেয়েছেন ব্রড। আর সতীর্থ জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় ইংল্যান্ড বোলার হিসেবে এমন কীর্তি গড়েছেন তিনি।

এন্ডারসন অবশ্য ধরা ছোঁয়ার বাইরে। ১৩৫ টি ম্যাচে তার সংগ্রহ ৫২৪ টি উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি প্রতিনিধিত্ব করছেন পঞ্চম স্থানে। আর তার আগে পেসার আছে মাত্র একজন।
শীর্ষে তিনে আছেন তিন স্পিনার। সবার ওপরে শ্রীলঙ্কান সাবেক কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন (১৩৩ টেস্টে ৮০০ উইকেট)। দ্বিতীয়তে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন (১৪৫ টেস্টে ৭০৮ উইকেট)।
এরপরে আছেন সাবেক ভারতীয় লেগস্পিনার অনিল কুম্বলে (১৩২ টেস্টে ৬১৯ উইকেট)। তারপরেই আছেন (চতুর্থ) অস্ট্রেলিয়ান সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা (১২৪ টেস্টে ৫৬৩ উইকেট)। আর তারপরেই ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন।
ছবি কৃতজ্ঞতাঃ- ক্রিকইনফো