promotional_ad

সৌম্যকে কি বলেছিলেন সাকিব?

promotional_ad

ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে হেরে যাওয়ার পেছনে কারণ হিসেবে অনেকেই দায়ী করছেন পার্ট টাইম বোলার সৌম্য সরকারকে। তবে যারা ভালোভাবে খেলাটি দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন শেষ ওভারে সৌম্যর হাতেই কেন বল তুলে দিয়েছিলেন অধিনায়ক সাকিব।


পুরো ম্যাচেই সেদিন দারুণ বোলিং করেছিলেন সৌম্য। দিয়েছিলেন বেশ কয়েকটি ইয়র্কারও। তার ওপর সৌম্য ছাড়া সাকিবের হাতে আর তেমন অপশনও ছিলো না। কারণ সাকিব, মুস্তাফিজ কিংবা রুবেলের ৪ ওভারের বোলিং কোটা শেষ হয়ে গিয়েছিলো।


মেহেদি হাসান মিরাজকে বল দেয়া যেতো, কিন্তু হয়তো দীনেশ কার্ত্তিকের স্পিন খেলার পারদর্শীতার কথা মাথায় রেখেই সৌম্যকে বল দিয়েছিলেন টাইগার অধিনায়ক। কিন্তু অতিরিক্ত স্নায়ুচাপে ভোগার কারণেই শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন তিনি।  



promotional_ad

তবে সৌম্যকে পুরো ম্যাচ জুড়েই যথেষ্ট সাপোর্ট দিয়ে গেছেন অধিনায়ক সাকিব। এমনকি শেষ বলটি করার আগেও তাঁকে দেখা গিয়েছে সৌম্যর সাথে কথা বলতে। সম্প্রতি দেশীয় টিভি চ্যানেল একাত্তরকে দেয়া এক সাক্ষাৎকারে সৌম্য জানিয়েছেন সেদিনকার অভিজ্ঞতার কথা। চাপমুক্ত করতে অধিনায়ক সাকিব যথেষ্ট সাহস দিয়েছিলেন উল্লেখ করে সৌম্য বলছিলেন,  


'সাকিব ভাই ঐ সময়ে আমাকে বলেছিলো যে তোর যে সামর্থ্য আছে তুই সেটাই করবি, টেনশন করবি না, মন খুলে বল কর, তুই পারবি। তিনি আমাকে অনেক বড় সাপোর্ট দিয়েছে এবং নিজের মধ্যে একটা শক্তি বাড়িয়ে দিয়েছিলো। সাকিব ভাই যখন বল দিয়েছিলো আমি তখন তাঁকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা। সে বলেছে, নরম্যাল এবং ঠান্ডা থাকতে। নিজের যেটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী বল কর, তুই পারবি।'


নিদাহাস ট্রফির ফাইনালে এভাবে হেরে যাওয়াটাকে অবশ্য একটি শিক্ষা হিসেবেই নিচ্ছেন ২৫ বছর বয়সী সৌম্য। বিশেষ করে নিজের প্রতি আত্মবিশ্বাসটি এখন আগের থেকে আরো বেশি হয়েছে বলে জানালেন তিনি। বললেন,



'আমি এর আগেও বোলিং করেছি, কিন্তু এরকমভাবে করিনি, এরকম ভাইটাল মোমেন্টে করি নাই। এখন যেখানে বল করেছি এখান থেকে বিশ্বাস আসছে যে আমি যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বল করতে পারবো।' 


শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটের মতো এখন টি টোয়েন্টিতেও বাংলাদেশ দল এখন যথেষ্ট পরিণত হয়ে উঠছে বলে বিশ্বাস সৌম্য সরকারের। তার ভাষায়, 'টি টোয়েন্টি খেলা আমাদের ব্যাটসম্যানেরা, বোলাররা ধরতে পেরেছে। এর আগে আমরা যেমন অনেক বড় ব্যবধানে হারতাম টি টোয়েন্টিতে, ম্যাচ ক্লোজ হতো না, কিন্তু এখন আমরা দুইশত রান করতেসি, চেজ করতেসি। আমরা ওয়ানডে ক্রিকেটটাকে যেভাবে ধরেছিলাম, টি টোয়েন্টিতেও অনেক উন্নতি হয়েছে আমাদের।'     



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball