বহু নাটকের পর মাঠে ফিরছেন রাবাদা

ছবি:

পোর্ট এলিজাবেথ টেস্টে অজি অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে হালকা ধাক্কা লাগায় শাস্তি দেওয়া হয়েছিলো আফ্রিকান পেসার ক্যাগিসো রাবাদাকে। নামের সঙ্গে যুক্ত করা হয়েছিলো তিনটি ডিমেরিট পয়েন্টও।
আর আগে থেকেই পাঁচটি ডিমেরিট পয়েন্ট থাকায় মোট আট ডিমেরিট পয়েন্ট নিয়ে দুই টেস্টের জন্য নিষিদ্ধও হয়েছিলেন আফ্রিকান এই পেসার। তবে নিষেধাজ্ঞা কাটছে তার।
কেননা ভিডিও কনফারেন্সে হওয়া দীর্ঘ ছয় ঘণ্টার শুনানি শেষে নিজেকে কিছুটা হলেও নির্দোষ প্রমাণ করেছেন রাবাদা। আফ্রিকার এক উকিলের সহায়তায় তার বিরুদ্ধে আনা লেভেল-২ সতর্কবার্তাকে লেভেল-১ এ আনা হয়।

আর লেভেল-১ সতর্কবার্তায় আনার মানে সর্বোচ্চ একটি ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন রাবাদা। অর্থাৎ, সব মিলিয়ে মোট ছয়টি ডিমেরিট পয়েন্ট তার। সাথে ২৫ শতাংশ ম্যাচ ফি থেকে জরিমানা হিসেবে কেটে নেওয়া হবে।
আর তাই কেপটাউন টেস্টে দলের হয়ে আবারো খেলতে নামছেন রাবাদা। উল্লেখ্য, এখন পর্যন্ত খেলা দুই টেস্টে একটি করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।