ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন নাকি সৌম্য?

ছবি:

নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে তামিমের সঙ্গী হিসেবে লিটন দাসকে নামিয়ে বেশ সফল হয়েছে বাংলাদেশ দল। দুই টাইগার ওপেনারই পাওয়ার প্লের পূর্ণ ফায়দা তুলেছেন।
শ্রীলঙ্কার পেস বোলিংয়ের সঙ্গে অফ স্পিন দিয়ে আক্রমণ শুরুর কথা ভেবেই এক বাঁহাতি সৌম্য সরকারকে ওয়ান ডাউনের জন্য বসিয়ে রাখা হয়। যেহেতু বাঁ হাতি ব্যাটসম্যানদের জন্য অফ স্পিন একটু কঠিন।
টিম ম্যানেজমেন্টের এই কৌশল দারুণ ভাবে কাজে দিয়েছে। ফলে ওপেনিং নিয়ে ভারত ম্যাচের আগে একটু ভাবনাতে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।তবে আগের ম্যাচের কম্বিনেশন ঠিক থাকবে কিনা সেটা বলা যাচ্ছে না।

ভারতের বিপক্ষে ওপেনিংয়ে এর আগেও ভালো করার দৃষ্টান্ত আছে সৌম্য সরকারের। তাছাড়া, টানা দুই ম্যাচেই ব্যাট হাতে সফল হয়ে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করে নিয়েছেন লিটন দাস। ফলে তাকে ওপেনিংয়ে নামানোর যুক্তিও জোড়ালো।
লিটন ভারতের বিপক্ষে এই ম্যাচেও ওপেনিংয়ে নামলে টাইগারদের সুবিধা পাওয়ার সম্ভাবনাও কম। কারণ ভারতের স্কোয়াডে আছে দুই স্পিনার। একজন লেগ স্পিনারের সাথে আছেন আরেকজন অফ স্পিনার।
লিটন যদি ওপেনিংয়ে নামেন সেই ক্ষেত্রে ভারত লেগ স্পিনার নিয়ে আসতে পারে শুরুতে। আবার তামিমের সঙ্গে সৌম্য ওপেনিং করলে দেখা যাবে পেস বোলিংয়ের সঙ্গে অফ স্পিনার নিয়ে আসতে পারে ভারত।
ফলে, তামিমের সঙ্গী হিসেবে লিটন ও সৌম্যকে নিয়ে দোটানায় টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে মাচে কে ওপেনিংয়ে নামেন সৌম্য নাকি লিটন। যেই ওপেনিংয়ে নামুক, টিম ম্যানেজমেন্ট চাইবে তারা যেন ভালো শুরু এনে দেন।