শ্রীলংকা যাচ্ছেন সাকিব

ছবি:

চোটের কারণে আসন্ন নিদাহাস ট্রফিতে অংশ নিতে পারছেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু খেলতে না পারলেও ক্রিকেটারদের উৎসাহ যোগাতে ঠিকই শ্রীলংকা যাচ্ছেন এই অলরাউন্ডার।
চ্যানেল আই'র এক প্রতিবেদন থেকে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে। সেখান থেকে জানা যায়, জাতীয় দোলে থাকা সব ক্রিকেটারকে উৎসাহ দিতে মঙ্গলবার কলম্বো যাওয়ার কথা রয়েছে সাকিবের।

সেখানে দলের সঙ্গে দুইদিন থাকার পর আঙ্গুলের চিকিৎসার জন্য যাবেন অস্ট্রেলিয়ায়। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র সাকিবের শ্রীলংকার মাটিতে গমনের বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে তার আঙুলের চিকিৎসাজনিত সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেয়া হয়েছে অস্ট্রেলিয়ায়। সেখানকার অভিজ্ঞ একজন অর্থোপেডিক সার্জনের অ্যাপয়েনমেন্ট নেয়ার চেষ্টা করবে বিসিবি।
অন্যদিকে তার বদলি হিসেবে টি-টুয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। যিনি চলমান ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) প্রাইম দোলেশ্বরের জার্সিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন।