'বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ নিদাহাস ট্রফি'

ছবি:

জয়দেব উনাদাকাটের সময়টা বেশ ভালো যাচ্ছে। গত আইপিএলে ভালো পারফর্মেন্সের পর ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছিল এই বাঁহাতি পেসার। এর কিছু দিন পরেই আইপিএল নিলামে সবচেয়ে দামী ক্রিকেটার বনে যান তিনি।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো বল করেছেন ভারতের জার্সিতে। এবার শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি কাঁপাতে প্রস্তুত সুইংয়ের সুলতান ওয়াসিম আকরামের ছাত্র জয়দেব উনাদকাট।
নিদাহাস ট্রফির মত তিন জাতি টুর্নামেন্টকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি। ‘আসন্ন সিরিজগুলোর প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্টকে দেখছি। টি-টুয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ৫০ ওভারের বিশ্বকাপের জন্যও প্রস্তুতি নেব।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা থাকায় একটা বাড়তি সুবিধে পাব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিপক্ষ ব্যাটসম্যানের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করব। পাশাপাশি দলে নতুন সদস্যদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজের সাফল্য নিদাহাস ট্রফিতে ভালো পারফর্ম করতে সাহায্য করবে বলে দাবী উনাদকাটের। তার বক্তব্য, ‘দক্ষিণ আফ্রিকায় অনেক কিছু শিখেছি।
ওই ধরনের উইকেটে মানিয়ে নেওয়াই আসল ব্যাপার। মাঠগুলো অনেকটাই ছোট। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে খেলার বাড়তি চাপটা উপভোগ করেছি।’