ধারাভাষ্যে কারা থাকছেন?

ছবি:

মঙ্গলবার (৬ই মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার মধ্যকার ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ (নিদাহাস ট্রফি)। আসরে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ।
অর্থাৎ রাউন্ড রবিন পদ্ধতিতে একটি দলের বিপক্ষে আরেকটি দল খেলবে দুইটি করে ম্যাচ। এরপরে ১৮ই মার্চ সিরিজের ফাইনাল। এদিকে এই সিরিজের ধারাভাষ্যকার কারা হবেন সেটা ঠিক করেছে আয়োজক শ্রীলংকা।
উল্লেখ্য, এশিয়ার এই তিন দেশের ক্রিকেট যুদ্ধে খুব স্বাভাবিকভাবেই টিভির পর্দায় চোখ থাকবে কোটি কোটি দর্শকের। আর টিভির পর্দার এই দর্শকদের কাছে খেলাটা আরো প্রাণবন্ত করার জন্য থাকবেন সর্বমোট ৮ জন ধারাভাষ্যকার।

এদের মধ্যে তিনজন ধারাভাষ্যকার ভারতের, দুইজন ধারাভাষ্যকার শ্রীলঙ্কার,একজন ধারাভাষ্যকার বাংলাদেশের, একজন ধারাভাষ্যকার পাকিস্তানের ও একজন ধারাভাষ্যকার অস্ট্রেলিয়ার।
ধারাভাষ্যকররা হলেন- সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকর, মুরালি কার্তিক, রাসেল আর্নোল্ড, রোশান আবিসিংহে, আতাহার আলী খান, আমির সোহেল এবং ব্রেট লি।