রোহিত-তামিমদেরও টপকে যাবেন সৌম্য

ছবি:

আসন্ন নিদাহাস ট্রফিকে নিজেকে প্রমাণ করার আরও একটি বড় সুযোগ মানছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। সিরিজটিতে নিজের সেরাটা দিতে চান দলের জন্য।
দলের জয়ে অবদান রাখার পাশাপাশি বাঁহাতি এই ওপেনার চাইছেন পুরোদমে পুরানো রুপে ফিরতে। তাই সব মিলিয়ে আসন সিরিজটাকে গুরুত্বের সাথে নিচ্ছেন তিনি।
এদিকে এই সিরিজে সৌম্য যদি জ্বলে উঠেন তাহলে পেছনে ফেলতে পারেন তামিম ইকবাল বা রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটারদের। ক্রিকফ্রেঞ্জির বিশ্লেষণে কেন সৌম্য নিদাহাস ট্রফির সর্বোচ্চ রান সংগ্রহক হতে পারেন এর ৩টি কারণ তুলে ধরা হলঃ
সর্বোচ্চ রান সংগ্রহকারীঃ গেল বছর এই ফরম্যাটে তামিম-সাকিবদের পেছনে ফেলেছেন সৌম্য। এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন তিনি।

৭ ম্যাচে প্রায় ১৫৭ স্ট্রাইক রেটে ২৩৫ রান এসেছে তার ব্যাট থেকে। যদিও কোন ফিফটির দেখা পাননি এই ওপেনার। যদিও গেল মাসে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ফিফটি হাঁকিয়েছেন সৌম্য। টি-টুয়েন্টিতে ভালো ফর্মে থাকায় নিদাহাস ট্রফিতে জ্বলে উঠতে পারেন এই ওপেনার।
নিজেকে প্রমাণের সিরিজঃ জাতীয় দলে সুযোগ পাওয়ার পর যে সৌম্যকে সবাই দেখেছিল এখন আর সেই সৌম্যকে দেখা যায়না। মাঝের কিছু সময় ছিলেন অফ ফর্মে।
এমনকি ফর্ম হারিয়ে জাতীয় দল থেকে বাদও পড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু এবার সুযোগ পাওয়ার কারণে এই সিরিজটাকেই ফর্মে ফেরার জন্য পাখির চোখ করছেন সৌম্য। তাই সৌম্যর নিজেকে প্রমান করার সিরিজে ভালো কিছুই পাবে বাংলাদেশ।
শ্রীলংকার মাটিতে ভালো করাঃ শ্রীলংকার মাটিতে অবশ্য সৌম্যর সমীকরণ বাকি ব্যাটসম্যানদের থেকে অনেক উপরে। লঙ্কানদের মাঠে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩০৬ রান করেছেন এই ওপেনার। যেখানে তিনটি ফিফটিও আছে। যদিও সেগুলো টেস্টে।
কিন্তু তারপরও শ্রীলংকায় তার পারফর্মেন্স উজ্জ্বল হওয়ার কারণে এই সিরিজে তিনি জ্বলে উঠতে পারেন যেকোন সময়। আর প্রেমাদাসার মাঠে ২ ম্যাচে ৬৩ রান করেছেন তিনি। যেহেতু নিদাহাস ট্রফির সবকটি ম্যাচ এই ভেন্যুতে তাই উইকেট সম্পর্কে তিনি ভালো জানেন বলে তার জ্বলে উঠতে সময় লাগবেনা হয়তো।