promotional_ad

পারবেন তো বিপিএল তারকারা?

promotional_ad

টেস্ট এবং ওয়ানডে দলের তুলনায় টি-টুয়েন্টি দল হবে ভিন্ন এটাই স্বাভাবিক। অল্প সময়ের মধ্যে ম্যাচের মোড় পাল্টে দেয়ার ক্ষমতা রাখে এমন ক্রিকেটাররাই সাধারণত এমন ক্রিকেটাররাই সুযোগ পান এই ফরম্যাটে।


অস্ট্রেলিয়া-ভারতের মত দলগুলো এই কথা মাথায় রেখেই টি-টুয়েন্টির দল সাজিয়ে থাকেন। তবে বাকি দেশগুলোর তুলনায় বাংলাদেশের চিত্র খানিকটা ভিন্ন।


টেস্ট-ওয়ানডের নিয়মিত পারফর্মাররাই বিগত কয়েকবছর ধরে টি-টুয়েন্টি খেলে যাচ্ছেন। কিন্তু গেল মাসে শ্রীলংকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ভিন্ন পথে হাঁটা দেয় বাংলাদেশ দল।


৬ তরুণ ক্রিকেটারকে এক সিরিজে জাতীয় দলে জায়গা দেয়া হয় প্রথমবারের মত। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) তাদের পারফর্মেন্স দেখেই এই সুযোগ দেন নির্বাচকরা।


যদিও নাজমুল ইসলাম অপু ছাড়া কেউই সামর্থ্যের প্রতিদান দিতে পারেননি সেই সিরিজে। এবার শ্রীলংকার মাটিতে আসন্ন নিদাহাস ট্রফির জন্য টাইগার দলে সুযোগ পেয়েছেন বিপিএলের চার পারফর্মার পেসার আবু জায়েদ রাহি ও আবু হায়দার রনি, স্পিনার নাজমুল ইসলাম অপু এবং ব্যাটসম্যান আরিফুল হক।



promotional_ad

গেল বছরের বিপিএলে খুলনা টাইটান্সের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছেন রাহি। ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। দলকে শিরোপা জিতাতে না পারলেও ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে নির্বাচকদের নজরে এসেছেন এই পেসার।


শুধু গেল বার নয় তার আগের মৌসুমেও ঢাকা ডাইনামাইটসের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। রাহিরই আরেক সতীর্থ খুলনা টাইটান্সের হার্ড হিটিং ব্যাটসম্যান আরিফুল হক এবারের বিপিএল দিয়ে নজরে এসেছেন সবার। ১২ ম্যাচে প্রায় ৩০ গড়ে রান করেছেন মোট ২৩৭।


মাহমুদুল্লাহ'র দলকে বেশ কয়েকটি ম্যাচও দিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। এছাড়াও রংপুর রাইডার্সের প্রথম শিরোপা ঘরের তোলার পেছনে বল হাতে কার্যকারী ভূমিকা রাখেন স্পিনার নাজমুল হোসেন অপু।


১০ ম্যাচে ১২ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিপিএলের এই তিন তারকার পারফর্মেন্স দেখেই সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য তাদের দলে নিয়েছে নির্বাচকরা।


অন্যদিকে বিপিএল দিয়ে আগেই জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন পেস বোলার আবু হায়দার রনি। বিপিএলের তৃতীয় মৌসুমে কুমিল্লার জার্সিতে আলো ছড়ানোর পর ডাক পান জাতীয় দলে।



কিন্তু নিজেকে প্রমাণ করতে না পারায় বাদ পড়তে হয়ে এই বাঁহাতি পেসারকে। কিন্তু গেল বারের বিপিএলে ঢাকার জার্সিতে দুর্দান্ত বোলিং করে আবারও নির্বাচকদের নজরে আসেন তিনি।


১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়ে জাতীয় দলের দরজায় ঠক ঠক করতে থাকেন এই পেসার। পারফর্মেন্স দেখেই তাকে ফের জাতীয় দলে সুযোগ দেন নির্বাচকরা।


এর আগের সিরিজে নিজেদের প্রমাণ করতে না পারলেও এবার সুযোগ আবারও পাচ্ছেন নিজেদের প্রমাণ করার। রবিবার দেশ ছাড়ার আগে চার জনই জানিয়েছেন সামর্থ্যের সবটুকুই দিতে চান তারা। এখন দেখার বিষয় মাঠের পারফর্মেন্স কেমন হয় এই বিপিএল তারকাদের। 


 
  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball