সিসি ক্যামেরায় ধরা পড়ল ওয়ার্নার-ডি কক কান্ড

ছবি:

দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া। আর মাত্র ১ উইকেট নিতে পারলেই ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যাবে সফরকারীরা।
<p>এদিকে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা অজিরা চতুর্থ দিন মাঠে ছিলেন আক্রমণাত্মক মনোভাব নিয়ে। প্রতিপক্ষকে বলের পাশাপাশি কথা দিয়ে ঘায়েল করার চেস্টাও করেছেন তারা।

তবে মাঠে সবচেয়ে বেশী আক্রমণাত্মক ছিলেন সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শুধু মাঠেই নয় মাঠের বাইরেও এই মনোভাব নিয়ে দ্বন্দ্বেও জড়িয়েছেন তিনি।</p><p>
চতুর্থ দিন চা বিরতির সময় দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক কুইন্টন ডি ককের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। সিসি টিভিতে ধরা পড়ে এই চিত্র। সেখানে দেখা যায়,আগ্রাসী ভঙ্গীতে ডি ককের দিকে তেড়ে আসতে দেখা যায় বাঁহাতি এই ওপেনারকে। সে সময় দলের অধিনায়ক স্টিভ স্মিথ এবং বাকি ক্রিকেটাররা এসে তাকে থামানোর চেষ্টা করেন।</p>