হারের শঙ্কায় রিয়াদরা

ছবি:

বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় আজ শোয়েব মালিকের নেতৃত্বাধীন মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নেমেছে মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
আজকের এই ম্যাচে কোয়েটার একাদশে সুযোগ পেয়েছেন রিয়াদ। কেভিন পিটারসেনের পরিবর্তে তাঁকে দলে নিয়েছে কোয়েটা দলটি। এই ম্যাচে টসে ??িতে সরফরাজ বাহিনীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন মুলতান অধিনায়ক শোয়েব মালিক।

মালিকের আমন্ত্রণে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কোয়েট্টার ব্যাটসম্যানরা। ইমরান তাহিরের হ্যাট্রিকে মাত্র ১০২ রানে অল আউট হয় রিয়াদরা।
এদিন ১২ বলে ১৫ রান করে মোহাম্মদ ইরফানের বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রিয়াদ। জবাবে ব্যাট করছে মুলতান। ৬ ওভারে তাদের স্কোর বিনা উইকেটে ৩৮ রান।
কুমার সাঙ্গাকারা, আহমেদ শেহজাদ, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক (অধিনায়ক), কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, সোহেল তানভির, মোহাম্মদ ইরফান, ইমরান তাহির, জুনায়েদ খান, সাইফ বদর।