বিশ্বকাপের দৌড় শুরু রবিবার

ছবি:

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ১০টি দল। ৮টি দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেলেও রবিবার থেকে শুরু হবে শেষ দুটি টিকিটের জন্য লড়াই।
যে লড়াইয়ে অংশ নিবে মোট ১০টি দল। ১০ দলের এই লড়াই থেকে বিশ্বকাপে জায়গা করে নিবে মোট ২টি দেশ। দুই গ্রুপে ভাগাভাগি হয়ে এই লড়াইয়ে অংশ নিবে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের মত দলগুলো।

প্রতি গ্রুপ থেকে তিনটি দল সুপার সিক্সের জন্য কোয়ালিফাই করবে। সেখান থেকে সেরা দুই দল জায়গা করে নিবে বিশ্বকাপে। প্রতিগ্রুপে পর্বের নিচের সারির দুটি দল খেলবে প্লে-অফ।
যেখান থেকে সপ্তম থেকে দশম স্থান নির্ধারিত হবে। এবারের বিশ্বকাপ কোয়ালিফাইয়িং অনুষ্ঠিত হচ্ছে জিম্বাবুয়ের মাটিতে। উদ্বোধনী দিন মাঠে নামবে মোট আটটি দল।
৪ তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে চলতি মাসের ২৫ তারিখে। আফগানিস্তান এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।
একই দিন মাঠে নামবে পাপুয়া নিউ গিনি-সংযুক্ত আরব আমিরাত, স্বাগতিক জিম্বাবুয়ে-নেপাল, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।