'শক্তিমত্তা যাচাইয়ের বড় মঞ্চ নিদাহাস ট্রফি'

ছবি:

এক বছর আগে শ্রীলংকা সফরে গিয়ে নিজেদের প্রমান করে এসেছিল বাংলাদেশ দল। সেবার শ্রীলংকার মাটিতে তিন ফরম্যাটেই সিরিজ ড্র করে দেশে ফিরেছিল সাকিব-তামিমরা।
এবার বছর পেরিয়ে আবারও শ্রীলংকা যাচ্ছে টাইগাররা। সেবার ফর্মে থাকলেও এবার শ্রীলংকায় যাচাইয়ের আগেই খানিকটা ব্যাকফুটে আছে বাংলাদেশ দল।
ইনজুরির কারণে আসন্ন নিদাহাস ট্রফিতে খেলতে পারবেন না সাকিব আল হাসান। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দলীয় ভাবে ফর্মে নেই বাংলাদেশ দল।

তাই সব মিলিয়ে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে খানিকটা ব্যাকফুটেই আছে রিয়াদরা। তারপরও হাল ছাড়তে নারাজ টাইগারদের কোচ কোর্টনি ওয়ালশ। শনিবার সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন,
এই সিরিজ দিয়েই টাইগারদের শক্তিমত্তা বোঝা যাবে বাংলাদেশ দলের। এছাড়াও গেল বছরের শ্রীলংকা সফর থেকে উৎসাহ নিচ্ছে তার দল। ওয়ালশ জানান,
'গত বছর শ্রীলঙ্কা সফরে আমাদের ভালো কিছু স্মৃতি আছে। তবে ভারত ও শ্রীলঙ্কা এই ফরম্যাটে ভালো দল। তাই নিজেদের শক্তি যাচাইয়ের বড় মঞ্চ এই সফর।'