'কিন্তু সবার উপরে সাকিব'

ছবি:

কলকাতা নাইট রাইডার্সে একই দলে খেলেছেন মনোজ তিওয়ারি এবং সাকিব আল হাসান। খুব কাছ থেকেই সাকিবকে দেখেছেন কলকাতার এই ক্রিকেটার।
কলকাতায় সাকিবের সঙ্গে খেলার পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন তিনি। সম্প্রতি সময়ে কথা বলেছেন ক্রিকফ্রেঞ্জির সঙ্গে।
ক্রিকফ্রেঞ্জিকে দেয়া বিশেষ এক সাক্ষাতকারে সাকিবকে প্রশংসায় ভাসান কলকাতার ছোট দাদা খ্যাত এই ক্রিকেটার। সঙ্গে মাশরাফির প্রতি তার যে সম্মান সেটা নিয়েও কথা বলেছেন তিনি।

সাকিবকে ক্লাস ক্রিকেটার আখ্যায়িত করে তিওয়ারি বলেন, 'সাকিব একজন ক্লাস ক্রিকেটার। তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার সে। সে অবশ্যই আমার পছন্দের। এছাড়াও তামিম ইকবাল, মাশরাফিরাও আমার খুব পছন্দের।
আর মাশরাফি এমন একজন যাকে আমি অনেক সম্মান করি। ক্যারিয়ারে এতো ইনজুরি হওয়া সত্ত্বেও সে দেশের জন্য খেলে যাচ্ছে। দেশের জন্য খেলুক বা ক্লাবের জন্য নিজের একশো ভাগ দিয়েই সে খেলছে।
এই জন্যই তার জন্য আমার সম্মান অনেক বেশী। পাশাপাশি মুশফিককেও আমার খুব ভালো লাগে। সে টেস্ট দলের অধিনায়কও ছিলেন। এদের সবাইকে আমার খুব পছন্দ। কিন্তু সাকিব সবার উপরে।'