কিছুই জানেন না পাইবাস!

ছবি:

সম্প্রতি সময়ে ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্ব কাঁধে নিয়েছেন রিচার্ড পাইবাস। তবে ক্যারিবিয়ানদের দায়িত্ব নিলেও গুঞ্জন উঠেছিলো হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশের কোচ হচ্ছেন তিনিই।
এমনকি বিসিবি নাকি তাকে কোচ হওয়ার জন্য প্রস্তাবও দিয়েছে। কিন্তু ঘটনার ময়না তদন্ত করতে গিয়ে জানা গেল আসলে তার কাছে বিসিবির কোন প্রস্তাবই আসেনি।
প্রথম আলোর সাথে আলাপ কালে তিনি জানিয়েছেন, বিসিবি তাকে কোন প্রস্তাব দেয়নি। বরং ক্যারিবিয়ানদের সঙ্গে কাজ করাটাকে উপভোগ করছেন পাইবাস। তিনি বলেন,

'আমি বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছি না। বিসিবি আমাকে কোনো প্রস্তাবপত্রও পাঠায়নি। আমি এখন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে আছি, সেখানেই কাজ করব।'
এদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কথায়ও পাইবাসের সঙ্গে নতুন করে যোগাযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এই প্রসঙ্গে নিজাম উদ্দিন বলছিলেন,
'শুরুতে পাইবাস আমাদের শীর্ষ পছন্দের মধ্যে ছিলেন। তবে আমরা জানি তিনি এখন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যুক্ত। নতুন দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় তিনি আছেন কি না, সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই।'
নিজামউদ্দিন চৌধুরী আরও জানান, 'এ মুহূর্তে ফুলটাইম কোনো হাইপ্রোফাইল কোচ পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত সে রকম কাউকে পাওয়া না গেলে আমরা হয়তো বিদেশের ক্লাব ক্রিকেট থেকেই ভালো কোনো কোচ আনব।'