বহু নাটকের পর শ্রীলঙ্কা যাচ্ছেন সুজন

ছবি:

ম্যানেজার হিসেবে দলের সাথে শ্রীলঙ্কা সফরে যেতে অপরাগতা প্রকাশ করেছিলেন খালেদ মাহমুদ সুজন, একদিন আগেই এই সংবাদ চাউর হয়েছিলো দেশের ক্রিকেট অঙ্গনে।
গণমাধ্যমেও ফলাও করে সুজন ইস্যু নিয়ে প্রচার করা হয়েছিলো। কিন্তু এবার স্বয়ং সুজনই এবার জানিয়ে দিলেন শ্রীলঙ্কায় যেতে কোনো আপত্তি নেই তাঁর।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন নিজেই বলেছেন জাতীয় দলের সাথে আগামীকালই শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি।
গত শ্রীলঙ্কা সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা সুজন এই প্রসঙ্গে সাংবাদিকদের বলছিলেন, 'আমি আগামীকাল জাতীয় দলের সঙ্গে কলম্বো যাচ্ছি এবং যাওয়ার সবকিছু চূড়ান্ত করতেই আজ বোর্ডে এসেছি।'
জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামীকাল দুপুর ১ টার দিকে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
নিদাহাস টি টোয়েন্টি সিরিজে ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামি ৬ তারিখ যেখানে মুখোমুখি হবে ভারত এবং স্বাগতিক লঙ্কানরা।