আবারও ব্যর্থ মমিনুলরা

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) আজ নিজেদের সপ্তম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয়েছিল গাজি গ্রুপ ক্রিকেটার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ৯ টায় শুরু হওয়া এই ম্যাচে গাজি গ্রুপকে হেসে খেলে ৯৫ রানে হারিয়েছে শেখ জামাল/
প্রথমে ব্যাটিং করে ওপেনার সৈকত আলির দুর্দান্ত শতকে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান সংগ্রহ করেছে শেখ জামাল। ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেখ জামালের বোলারদের তোপের মুখে পড়ে গাজীর ব্যাটসম্যানরা।
শুধু মাত্র তরুন মেহেদী হাসান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।
সোহাগ গাজী এবং কামরুলের সামনে দাঁড়াতে না পেলে ২০ ওভারের মধ্যে সাজঘরে ফিরেছেন গাজী গ্রুপের পাঁচ ব্যাটসম্যান। এরপর অবশ্য বিদেশী রিক্রুট গুরক্রিত সিং মান এবং নাদিফ চৌধুরী খানিকটা হাল ধরেন দলের।

এরপর ২০ রান করে নাদিফ ফিরলেও ৫০ তুলে নেন গুরক্রিত। কিন্তু তার ফিফটিতেও শেষ রক্ষা হয়নি গাজির। ৬৭ রান করে তিনি বিদায় নিলে ১৭০ রানে অল আউট হয় গেল বারের চ্যাম্পিয়নরা।
শেখ জামালের পক্ষে সাজেদুল, সোহাগ গাজী, ইলিয়াস সানি এবং কামরুল ইসলাম নেন ২টি করে উইকেট।
শেখ জামাল ধানমন্ডি-
সৈকত আলি, হাসানুজ্জামান, জালাজ সাক্সেনা, জিয়াউর রহমান, সোহাগ গাজি, ইলিয়াস সানি (অধিনায়ক), সাজেদুল ইসলাম, মাহমুদুল হক, কাজি কামরুল ইসলাম, রবিউল হক, তানবির হায়দার।
গাজি গ্রুপ ক্রিকেটার্স-
জহুরুল ইসলাম (অধিনায়ক), মমিনুল হক, নাদিফ চৌধুরী, মেহেদি হাসান, মনোজ তিওয়ারি, আসিফ আহমেদ, জাকের আলি, নাইম হাসান, টিপু সুলতান, আব্দুল্লাহ আল মামুন, গুরকিরাত সিং, কামরুল ইসলাম রাব্বি।