সন্তুষ্ট তামিম

ছবি:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বৃহস্পতিবার রিয়াদ বিহীন কোয়েটার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে তামিম-সাব্বিরদের পেশোয়ার জালমি। ১৪২ রানের মাঝারি পুঁজি তাড়া করতে নেমে শেষ ওভারে এসে পাঁচ উইকেটের জয় পায় ড্যারেন স্যামির পেশোয়ার।
এদিকে প্রথম তিন ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারলেও রিয়াদদের বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। অপরপ্রান্তে থাকা ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিলেও উইকেটে থিতু হয়ে ইনিংস মেরামত করেছেন তিনি।

৩৮ বলে দেখে শুনে করেছেন ৩৬ রান। তবে বাঁহাতি এই ওপেনার চেয়েছিলেন একদম শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে। তবে সেটা না পারলেও দল জিতেছে তাতেই খুশি দেশ সেরা এই ওপেনার।
এসব কিছুই জানিয়েছেন তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তামিম জানান, তার লক্ষ্য ছিল ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকার। তিনি বলেন, 'আমার লক্ষ্যই ছিল একদম শেষ পর্যন্ত ব্যাটিং করা আর সেটাই করছিলাম ক্রি???ে থাকা অবস্থায়।
তবে দুঃখজনক ভাবেই আউট হয়েছি। আরও কিছু রান করে ফিরলে হয়তো পরিপূর্ণ ইনিংস বলতে পারতাম। তারপরও দিন শেষে আমি সন্তুষ্ট। কষ্ট করে হলেও শেষ পর্যন্ত দল জিতেছে।'