শ্রীলংকা যাবেন না 'ম্যানেজার' সুজন

ছবি:

ম্যানেজার হিসেবে শ্রীলংকার মাটিতে বাংলাদেশ দলের সঙ্গে যেতে অসম্মতি জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। আসন্ন নিদাহাস ট্রফির জন্য তাকে চলতি সপ্তাহে বাংলাদেশ দলের ম্যানেজার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গেল মাসে শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে টেস্ট এবং টি-টুয়েন্টি সিরিজ ছাড়াও ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সুজন।

কিন্তু আসন্ন নিদাহাস ট্রফির জন্য তাকে এই পদে না রেখে ম্যানেজার পদের দায়িত্ব দেয় বিসিবি। পাশাপাশি বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে আসন্ন সিরিজে বাংলাদেশ দলের কোচের ভুমিকা পালন করার জন্য দায়িত্ব দেয় বোর্ড।
এদিকে সুজন যে শ্রীলংকায় দলের সঙ্গে যেতে চাচ্ছেন না বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপেরেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। ক্রিক বাজকে বিষয়টি নিশ্চিত করে সাবেক এই টাইগার অধিনায়ক জানান,
'নিদাহাস ট্রফিতে সুজন মেনেজার হিসেবে যেতে অসম্মতি জানিয়েছে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। বোর্ড প্রেসিডেন্টের সাথে আলাপের পর সে সিদ্ধান্ত পরিবর্তন করতেও পারে।'