আবারও সাব্বিরের দুর্দান্ত ক্যাচ
ছবি:

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) এবারের আসরে প্রথমবারের মতো আজ মুখোমুখি হয়েছে তামিম ইকবালের দল পেশোয়ার জালমি এবং মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। জালমির হয়ে খেলছেন তামিম ও সাব্বির রহমান।
কোয়েটার একাদশে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। ইতিমধ্যে এই ম্যাচে টসে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জালমির অধিনায়ক ড্যারেন স্যামি। আগে ব্যাট করা কোয়েটার দুই ওপেনার আসাদ শফিক ও শেন ওয়টসন ব্যাটিংয়ে নেমে দেখে শুনে শুরু করেন।
কিন্তু দলীয় ১০ রানে ৯ রান করা ওপেনার আসাদ শফিক জালমির পেসার সামিন গুলের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। এরপর ওয়াটসন ও উমর আমিনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় কোয়েটা।
কিন্তু দলীয় ৬০ রানে জালমি অধিনায়ক ড্যারেন স্যামির বলে ওয়াহাব রিয়াজের হাতে ক্যাচ দিয়ে আউট হন ১১ রান করা উমর আমিন। অবশ্য একপ্রান্ত আগলে রাখা ওয়াটসন ৪৭ রান করে আউট হয়েছেন খালিদ উসমানের বলে বোল্ড হয়ে।
দুর্দান্ত খেলতে থাকা কেভিন পিটারসেনকে মোহাম্মদ আসগরের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নিয়েছেন ড্যারেন স্যামি। ১৫ তম ওভারের প্রথম বলে সরফরাজ আহমেদ বেকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিলেও চার খেলোয়াড় বাইরে রাখায় বলটি নো ঘোষণা করেন আম্পায়ার।

ফলে পেশওয়ার জালমির অধিনায়ক ড্যারেন স্যামির ভুলে এই যাত্রায় বেঁচে যান সরফরাজ। নিয়ম অনুযায়ী ৩ জন প্লেয়ার বাইরে রাখার নিয়ম রয়েছে পাওয়ার প্লের পরে।
এরপর দলীয়, ১২৫ রানে ৩৭ রান করা রুশো জালমি পেসার উমাইদ আসিফের বলে সাব্বিরের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোয়েটার সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ১২৭ রান। নেওয়াজ ও সরফরাজ আহমেদ ১৬ রানে অপরাজিত আছেন।
পেশোয়ার জালমি একাদশ-
তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সাব্বির রহমান, খালিদ উসমান, ডোয়াইন স্মিথ, সামিন গুল, উমেইদ আসিফ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আসগর।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একাদশ-
আসাদ শফিক, শেন ওয়াটসন, উমর আমিন, কেভিন পিটারসেন, মোহাম্মদ নেওয়াজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), রাইলি রুশো, জন হেস্টিংস, হাসান খান, আনোয়ার আলি, রাহাত আলি।