ডারবান টেস্টের প্রথম দিনে প্রোটিয়া পেসারদের দাপট

ছবি:

ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখাচ্ছেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার পেসাররা। প্রোটিয়া পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম দিনে বড় ইনিংসের দেখা পাননি কোনো অজি ব্যাটসম্যান।
ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ হাফসেঞ্চুরি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি। অজি ওপেনার ওয়ার্নারের ইনিংস থেমেছে ৫১ রানে আর অধিনায়ক স্মিথ ৫৬ রান করে আউট হয়েছেন।
আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৫ উইকেটে ২২৫ রান নিয়ে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া। এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু মাত্র ৩৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া।

ক্যামেরুন বেনক্রফট ৫ আর উসমান খাজা আউট হন ১৪ রান করে। তৃতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার আর চতুর্থ উইকেটে শন মার্শকে নিয়ে সমান ৫৬ রানের দুটি জুটি গড়ে দলকে কিছুটা বিপদমুক্ত করেন অধিনায়ক স্মিথ।
কিন্তু অর্ধশতক তুলে নিয়েই সাজঘরে ফিরেন স্মিথ ও ওয়ার্নার। দারুণ খেলতে খেলতে শন মার্শও ৪০ রান করে উইকেট বিলিয়ে দিয়েছেন। এরপর দলের হাল ধরেছেন মিচেল মার্শ আর টিম পেইনি। ষষ্ঠ উইকেটে তাদের জুটি অবিচ্ছিন্ন আছে ৪৮ রানে।
মিচেল মার্শ ৩২ আর টিম পেইনি ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ভারনন ফিলেন্ডার আর কেশভ মহারাজ। একটি উইকেট গেছে কাগিসো রাবাদার ঝুলিতে।