শ্রীলংকা যাচ্ছেন না সাকিব?

ছবি:

ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করেই আসন্ন নিদাহাস ট্রফির জন্য দল ঘোষণা করেছিল নির্বাচকরা। শোনা গিয়েছিলো সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।
কিন্তু না। এখনও শঙ্কা রয়ে গিয়েছে তাকে নিয়ে। বরং কিভাবে দ্রুত ইনজুরি কাটিয়ে উঠতে পারবেন সেটার জন্য সোমবার থাইল্যান্ড গিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে থাইল্যান্ড উড়ে যান সাকিব। বৃহস্পতিবার রাতে সেখান থেকে দেশে ফেরার কথা রয়েছে তার। সেখানকার চিকিৎসকরা ফিজিও থেরাপি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান,
‘আমরা এখানে আগে যা বলেছিলাম ওখানকার ডাক্তাররাও তাকে তা বলেছেন। বৃহস্পতিবার সে ফিরবে। আরও এক সপ্তাহ ফিজিও থেরাপি চলবে। তারপর আমরা সিদ্ধান্ত নিব ফিজিও থেরাপি চলবে নাকি অন্য কোন চিকিৎসা দিতে হবে।’
এদিকে দেশে ফেরার পর সাকিব দলের সঙ্গে শ্রীলংকা জাবেন কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। আরও জানান, ‘সে দেশে ফিরলে আলাপ করে দেখা যাবে শ্রীলঙ্কায় যাবে কিনা।’