এশিয়া কাপ বাংলাদেশে?

ছবি:

চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এমার্জিং এশিয়া কাপের। কিন্তু টুর্নামেন্টটি পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে নারাজ ভারত।
যেহেতু ভারত পাকিস্তান সফর করতে অনিচ্ছুক তাই পরিবর্তন হতে পারে এমার্জিং এশিয়া কাপের ভেন্যু। শোনা যাচ্ছে পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপ হতে পারে বাংলাদেশ বা শ্রীলংকায়।
পাকিস্তান ক্রিকেটের এক মুখপাত্র থেকে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে। তিনি জানিয়েছেন, অংশগ্রহণকারী সব দলের সম্মতিতে এই টুর্নামেন্টটি তারা আয়োজন করতে চেয়েছিলেন। তিনি বলেন,

'সকলের সম্মতিতেই আমরা এই টুর্নামেন্টটি পাকিস্তানের মাটিতে আয়োজনে রাজি হয়েছিলাম।'
এর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত হয়ে এমার্জিং কাপের প্রথম আসর। সেবার এই টুর্নামেন্টেরর আয়োজক ছিল বাংলাদেশ। ঘরের মাঠে টুর্নামেন্ট হলেও সেবার শিরোপা জিতেছিল শ্রীলংকা।
প্রথম আসর বাংলাদেশে হওয়ার পর এবার দ্বিতীয় আসরেরও আয়োজক হতে পারে বাংলাদেশ। পর পর দুবার এমন টুর্নামেন্টের আয়োজক হলে খারাপ হবে না বাংলাদেশের জন্য।