তবুও পাকিস্তান যাচ্ছেন সাঙ্গাকারা

ছবি:

পাকিস্তানের মাটিতে শ্রীলংকা দলের উপর সন্ত্রাসী হামলা হয়েছিল সেই ২০০৯ সালে। এই ঘটনার প্রায় ৯ বছর পার হয়ে গেলেও ক্রিকেট এখনও পুরোপুরি ভাবে ফিরেনি পাকিস্তানের মাটিতে।
৯ বছর আগে যে হামলা হয়েছিল সেই হামলার শিকার হয়েছিল লঙ্কান ক্রিকেট দল। আর এই দলের সদস্য ছিলেন লঙ্কান লিজেন্ডারি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ফ্র্যাঞ্চাইজি লীগ খেলে বেড়ান এই লঙ্কান। বর্তমানে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) মুলতান সুলতান্সকে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

গেল বারের মত এবারের আসরর পিএসএল ফাইনাল হওয়ার কথা রয়েছে পাকিস্তানের মাটিতে। তবে এবার শুধু ফাইনাল নয়, প্লে-অফ পর্বের কয়েকটি ম্যাচও হবে সেখানে।
আর সাঙ্গাকারা জানিয়েছেন পাকিস্তান সফরে যেতে তার কোন সমস্যা নেই। সেখানে খেলতে সবুজ সংকেত দিয়েছেন এই লঙ্কান। এমনটাই নিশ্চিত করেছেন মুলতান সুলতান্সের মালিক আশা শন। তিনি জানান,
'পাকিস্তানে খেলতে সাঙ্গাকারার কোন আপত্তি নেই। বরং পাকিস্তানের মাটিতে খেলতে মুখিয়ে আছে। সেখানে তার অনেক স্মৃতি রয়েছে। সাঙ্গার পাশাপাশি বাকি বিদেশীরাও পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হয়েছে।'