শুক্রবার ডিপিএলে জমজমাট লড়াই

ছবি:

শুক্রবার মিরপুরের হোম অফ ক্রিকেটে সকাল ৯টায় মাঠে নামছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গেলবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ এবারের আসরে নিজেদের মেলে ধরতে পারছেনা।
আসরের ছয় ম্যাচে মাত্র ২টিতে জিতেছে তারা। টেবিলের ১০ নম্বরে থাকা এই দলটি তাই আগামীকাল জয় ছাড়া অন্য কিছু ভাবছেনা। তাদের প্রতিপক্ষ শেখ জামাল আছে টেবিলের ছয় নম্বরে।
শেষ ম্যাচ প্রাইম দোলেশ্বরের কাছে হারের পর এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় নুরুল হাসান সোহানরা। তাই আগামীকালের ম্যাচটিকে গুরুত্বের সাথে নিচ্ছে দলটি।

দিনের অপর খেলায় সাভারে মাঠে নামবে টেবিলের শীর্ষে থাকা আবাহনীর বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক। আসরের সবকটি ম্যাচ জিতে টেবিলের শীর্ষে আছে মাশরাফিরা।
আর মাত্র ২টি ম্যাচ জিতে নয় নম্বরে অবস্থান করছে প্রাইম ব্যাংক। তাই শক্তিশালী আবাহনীকে হারাতে হলে তাদের নিজেদের সেরাটা দিতেই হবে।
এছাড়াও ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে প্রাইম দোলেশ্বর। মোহামেডানের সামনে সুযোগ আছে দোলেশ্বরকে হারিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে আসার।
অন্যদিকে আবাহনীকে হারালেই টেবিলের দুই নম্বরে উঠে আসবে লিটনরা। তাই দু'দলের জন্যই আগামীকালের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ।