রিয়াদদের বিপক্ষে ফর্মে ফিরতে মরিয়া তামিমরা

ছবি:

বৃহস্পতিবার পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দিনের একমাত্র ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের পেশোয়ার জালমি।
এখন পর্যন্ত পিএসএলের এই আসরে নিজের সেরাটা দিতে পারেননি তামিম। তাই রিয়াদদের বিরুদ্ধে নিজের সেরাটা খেলতে চান তিনি। এছাড়াও এই ম্যাচটিকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছে পেশোয়ার।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অনুশীলনের সময় আলাপকালে এসব নিয়েই কথা বলেন তামিম। মোমেন্টাম ধরে রাখার পাশাপাশি জয়ের ধারায় ফিরতে ম্যাচটতে জয় ছাড়া অন্য কিছু ভাবছেননা তারা। তামিম বলেন,

'সব ম্যাচই গুরুত্বপূর্ণ এখন থেকে। কোয়েট্টা ভালো দল, তাদের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবেনা। এই মুহূর্তে জয়ের ধারাবাহিকতায় ফিরে আসাটাই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।'
এছাড়াও তামিম মনে করেন, জালমি মাত্র একটি ম্যাচ জিতলেও এখন থেকেই জয়ের ধারাবাহিকতায় ফিরতে হবে তাদের। তাই সব ম্যাচকেই গুরুত্ব দিচ্ছেন তারা। তিনি আরও বলেন,
'এখনই সময় আমাদের ঘুরে দাঁড়ানোর এবং জয়ের ধারাবাহিকতায় ফিরে আসা। সেই ধারাবাহিকতাটা ধরে রাখাও গুরুত্বপূর্ণ। তাই সবম্যাচই এখন থেকে গুরুত্বপূর্ণ।'