'তাড়াহুড়ায় সাফল্য ধরা দেয় না'

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজে ঘটা করেই ৬ তরুণকে দলে নেয়া হয়। প্রথম ম্যাচেই ৪ জনের অভিষেক হয়। পরের ম্যাচে আরও দুজনের। অবশ্য সেই সিরিজের পর এবার নিদাহাস ট্রফির দলে নেই ছয় তরুণের চারজন।
অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করেন এই তরুণদের এক ম্যাচে দেখেই ছুঁড়ে ফেলে দেয়া উচিত হয়নি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন কাউকে সুযোগ দিলে সঠিক ভাবেই তাকে সুযোগ দেয়া উচিত।
সালাহউদ্দিনের ভাষ্যমতে, "এটা আসলে বোর্ডের স্ট্র্যাটেজি তারা আসলে কিভাবে ক্রিকেটারদের গ্রো আপ করাবে। তারা যখন একটা ছেলেকে সুযোগ দেবে আমার কাছে মনে হয় তাকে সঠিকভাবেই সুযোগটা দেওয়া উচিত।"
একজন তরুণ ক্রিকেটারকে এক ম্যাচ খেলিয়ে ছুঁড়ে ফেলে দিলে তার উন্নতি করা অসম্ভব হয়ে যায় বলেও মনে করেন ঢাকা প্রিমিয়ার লিগের দল গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই প্রধাণ কোচ।

এই প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, "একটা ছেলেকে বড় করার জন্য সবার সবারই সাপোর্ট করা উচিত। তাদেরকে আমরা কিভাবে একটা বড় পর্যায়ে নিয়ে যাবো। আর আপনি যখন ছেলেকে একটা ম্যাচ খেলার পর ছুঁড়ে ফেলে দেবেন, সে কিন্তু ওই জায়গা থেকে ক্যারিয়ারে গ্রো আপ করতে পারবে না।"
অনেকেই এই জায়গা থেকে বেড়িয়ে আসলেও টা ক্যারিয়ারের উপর বড়সড় একটা প্রভাব ফেলে বলেও মনে করেন তিনি। তাছাড়া তরুণদের সুযোগ দেয়ার ক্ষেত্রে একটি সঠিক পরিকল্পনা থাকা উচিত বলেও জানিয়েছেন তিনি।
"অনেকে হয়তো ওই জায়গা থেকে বেরিয়ে আসবে। কিন্তু অনেকের ক্যারিয়ারে হয়তো বড়সড় প্রভাব (নেতিবাচক) পড়তে পারে। মনে হয় যে একটা সিস্টেম থাকা উচিত, যে আপনি কোন ছেলেকে সুযোগ দেবো এবং কোন ছেলেটাকে আস্তেধীরে গ্রো আপ করাবে।"
তাড়াতাড়ি জাতীয় দলে ঢোকা এবং তাড়াতাড়ি একজন ক্রিকেটারকে দল থেকে বের করে দেয়ার পক্ষে নন মোহাম্মদ সালাহউদ্দিন তিনি মনে করেন তা অনেক বেশি ক্ষতিকর হতে পারে।
"সে একটা ভালো পর্যায়ে যাবে। এরপর পর্যাপ্ত সুযোগ দিয়ে বড় পর্যায়ে নিলে আমার মনে হয় তাদেরকে আপনি বাদ দিতে পারবেন না। কারণ তাড়াতাড়ি টিমে ঢোকাটাও যেমন ভালো না, তাড়াতাড়ি টিম থেকে বের করে দেওয়াও ক্ষতিকর হতে পারে।"