promotional_ad

নতুন বলে মাশরাফির জুড়ি নেই

promotional_ad

নিদাহাস ট্রফিতে মাশরাফি বিন মর্তুজাকে খেলানোর জন্য কম চেষ্টা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু মাশরাফি শেষ পর্যন্ত তাঁর সিদ্ধান্তে অটলই ছিলেন। না ফেরার ইচ্ছার কথা সাফ জানিয়ে দিয়েছেন বোর্ডকে। 


তবে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে নড়াইল এক্সপ্রেস যদি ফিরতেন তাহলে দলের খোলনচেই পাল্টে যেতে পারতো বলে মনে করেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন বলেছেন, 'আমি মনে করি যে মাশরাফি খেলতে পারলে খুব ভালো হতো। কারণ পুরো ঘরোয়া ক্রিকেট দেখার পর আমার কাছে মনে হয়েছে যে মাশরাফি আমাদের মেইন পেস বোলার।'


দেশের ক্রিকেটে মাশরাফি ছাড়া নতুন বলে পারফর্ম করার মতো বোলার এখন পর্যন্ত খুব বেশি তৈরি হয়নি। আর সেই কারনে মাশরাফি থাকলে দলের শক্তি আরো কয়েকগুন বৃদ্ধি পেতো বলে বিশ্বাস সালাউদ্দিনের। তাঁর ভাষায়,  


'মুস্তাফিজ তো ভালো করছে, মাশরাফি থাকলে একটা অভিজ্ঞতাসম্পন্ন বোলার থাকতো যে নতুন বলে ভালো করে। মুস্তাফিজ কিন্তু সাধারণত নতুন বলে কম বল করে। আমাদের আসলে নতুন বলে স্ট্রাইক বোলার নেই। মাশরাফি থাকলে খুব ভালো হতো।'



promotional_ad

তিনি আরো বলেন,  'এছাড়া বাকিদের আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই বোলারটাকে কোথায় ব্যবহার করবেন, সেটার উপর আসলে ডিপেন্ড করে আপনার স্ট্রেন্থ কেমন হবে। তারপরও আমি বলবো, খুব বেশি বোলার আমাদের নেই যারা আসলে টি-টোয়েন্টিতে ভালো বল করবে।'


আসন্ন নিদাহাস ট্রফি প্রসঙ্গেও কথা বলেছেন সালাউদ্দিন। বিশেষ করে ভারতের বিপক্ষে এই সিরিজে বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে টাইগারদের বলে মনে করছেন সাকিব-মুস্তাফিজদের কোচ। টি টোয়েন্টি ক্রিকেটে সবাই সবার দুর্বলতা জানে উল্লেখ করে তিনি বলেছেন, 


'দেখেন এই যুগে কিন্তু কার সাথে খেললাম কার সাথে খেললাম না বা কাকে চিনি বা চিনি না এসব বলাটা খুব একটা যুক্তিযুক্ত না। কারণ এখনকার যুগে সবাই সবার সমান স্ট্রেন্থ বা উইকনেস জানে। আর ইন্ডিয়া অবশ্যই টি-টোয়েন্টিতে খুব ভালো টিম। তাদের ব্যাটিং বলেন বোলিং বলেন ফিল্ডিং বলেন সবদিক থেকে তারা অনেক ব্যালান্সড। সুতরাং আমাদের জন্য টি-টোয়েন্টিতে ভালো করা অনেক বড় চ্যালেঞ্জ।'


বাংলাদেশ দলের ক্রিকেটারদের সমস্যার কথাও তুলে ধরেছেন সালাউদ্দিন। বিশেষ করে শট সিলেকশন থেকে শুরু করে বোলিংয়ের স্কিলেও সমস্যা দেখছেন তিনি। টি টোয়েন্টি ফরম্যাটে ভালো করতে হলে এটি নিয়ে আরো ভাবতে হবে জানিয়ে ক্রিকেটার গড়ার এই কারিগরের বক্তব্য, 



'আমাদের শরীরের গঠন থেকে শুরু করে জোরে মারা সবখানেই অনেক সমস্যা আছে। এবং স্কিল লেভেল, বোলিঙটাও আমাদের সমস্যা আছে এই ফরম্যাটে। স্কিল লেভেলও আমি মনে ক্রই টি-টোয়েন্টিতে আমাদের সেই লেভেলের নেই। এ কারণে টি-টোয়েন্টি আমাদের সবসময়ই একটা চ্যালেঞ্জ এবং এটা নিয়ে আমাদের আরও ভালো করে চিন্তা করা উচিত যে আমরা কিভাবে এই ফরম্যাটে আরও ভালো করতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball