promotional_ad

পাঁচ সিনিয়রে আস্থা সাইফউদ্দিনের

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে গত টি টোয়েন্টি সিরিজে মোট ৬ জন ক্রিকেটারের অভিষেক ঘটিয়েছিলেন নির্বাচকেরা। তবে সেই অভিষিক্ত ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের আঙ্গিনায় নিজেদের খুব একটা মেলে ধরতে পারেননি। ফলে জোর সমালোচনার মুখে পড়তে হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। 


এবার তাই আসন্ন নিদাহাস ট্রফির স্কোয়াড ঘোষণার আগে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা করতে চায়নি বিসিবি। সেই কারণেই ১৬ সদস্যের স্কোয়াডে দেখা গেছে অভিজ্ঞদেরই প্রাধান্য। এবারের দল নিয়ে তাই মোটামুটি সন্তুষ্ট প্রায় সকল ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গই। এই তালিকায় রয়েছেন দেশের অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। 


গাজি গ্রুপ ক্রিকেটার্সের এই কোচ স্কোয়াড প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন,  'মনে হয়েছে স্কোয়াডে অনেক অভিজ্ঞ ক্রিকেটার নিয়েছে। আর যা-ই হোক মাঠে নার্ভাস হবে না। তাদের কাছ থেকে ভালো আশা করাটাই স্বাভাবিক। সাকিব যদি ব্যাট করতে পারে, টিমের ব্যালান্সটা অনেক ভালো হবে।'



promotional_ad

স্কোয়াডে রয়েছে তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, ইমরুলদের মতো সিনিয়র ক্রিকেটাররা। আর তাদের পারফর্ম করাটা অনেক বেশি জরুরী বলে মনে করেন সালাউদ্দিন। তাঁদের ওপর অনেক দায়িত্ব বেশি উল্লেখ করে সালাউদ্দিন বলেন, 


'তামিম যদি ফিট হয় তাহলে আমার মনে হয় আমাদের ব্যাটিংটা আবার আগের জায়গায় ফিরে আসবে। আমার মনে হয় যে, আমাদের যে পাঁচজন সিনিয়র ব্যাটসম্যান আছে তাদের দায়িত্ব অনেক বেশি। তারা তিনটা ফরম্যাটেই আমাদের লিড করছে, তাদের পারফর্ম করাটা খুব জরুরী।'


লঙ্কানদের মাটিতে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজটি জিততে হলে নিজেদের বোলিং ইউনিটটাকে অনেক বেশি শক্তিশালী করতে হবে সেটি মানছেন অভিজ্ঞ এই কোচও। তাঁর ভাষ্যমতে, 



'টি-টোয়েন্টিতে জিততে হলে আমার মনে হয় বোলিংটা খুব শক্তিশালী হওয়া জরুরী। এটা অনেক অভিজ্ঞতার খেলা। এ কারণে আমি বলবো আমাদের এখনও অনেক ঘাটতি আছে বোলিংয়ে। আমাদের আসলে ওই মানের বোলার কম আছে যারা টি-টোয়েন্টিতে ভালো বল করবে।'


অবশ্য সাকিব আল হাসান ইনজুরি কাটিয়ে দলে ঢুকতে পারলে বোলিং সাইটটা কিছুটা শক্তিশালী হয়ে উঠবে বলে বিশ্বাস সালাউদ্দিনের। এই প্রসঙ্গে তিনি বলছিলেন, 'আমাদের এই জায়গাটা ঠিক করাটা খুব বেশি জরুরী। হয়তো সাকিব আসলে একটা অভিজ্ঞতাসম্পন্ন বোলার টিমে ঢুকবে। তারপরও আমি বলবো আমাদের বোলিং সাইটটা একটু দূর্বল। আশা করি তারা হয়তো ভালো করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball