একাই লড়ছেন শুভাগত

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) বুধবার ষষ্ঠ রাউন্ডে মাঠে নেমেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট ক্লাব। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।
ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শাইনপুকুরের অধিনায়ক শুভাগত হোম। তবে অধিনায়কের ব্যাটিং করার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি দলের ব্যাটসম্যানরা।
ব্রাদার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ৫০ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। সেখান থেকে দোলকে একাই টেনে তুলেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন।

তার ব্যাটিং দৃঢ়তায় দলীয় ১০০ পার করে শাইনপুকুর। তাকে ঠিকমত সঙ্গ দিচ্ছেন অধিনায়ক শুভাগত হোম। দুজনই ফিফটি তুলে নিয়েছেন ইতিমধ্যে। তাদের ব্যাটে ভর করে দলীয় স্কোর দুইশো পার করে শাইনপুকুর।
তবে ব্যক্তিগত ৬৮ রানে খালেদ আহমেদের বলে বিদায় নেন আফিফ। আফিফ ফিরলেও সেঞ্চুরির পথে আগুচ্ছেন শুভাগত। ক্রিজে আছেন ৮০ রান নিয়ে। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত শাইনপুকুরের সংগ্রহ ৪৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান।
ব্রাদার্স ইউনিয়ন : ইফতেখার সাজ্জাদ, শাখাওয়াত হোসেন, খালেদ আহমেদ, নাজমুস সাদাত, শুভ, জুনায়েদ সিদ্দিক, মেহেদী হাসান রানা, মিজানুর রহমান মাইশুকুর রাহমান, ইয়াসির আলী, দেবব্রত দস
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : সাদমান ইসলাম, সাব্বির হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, উদয় কউল, আফিফ হোসেন, নাঈম ইসলাম জুনিয়র, সুজন হাওলাদার, রায়হান উদ্দিন, মিনহাজ