সর্বকালের সেরা হবেন স্ট্যানলেক!

ছবি:

সম্প্রতি শেষ হওয়া ট্রান্স তাসমান ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে নিউজিল্যান্ডেকে হেসে খেলে হারিয়ে এই শিরোপা ঘরে তোলে ডেভিড ওয়ার্নারের দল।
আর এই সিরিজে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন অজিদের ২ বার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। এই সিরিজে তরুন সব ক্রিকেটারকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি।
তবে পেস বোলার বিলি স্ট্যানলেকেকে মনে ধরে গিয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানের। অজি এই লিজেন্ডারি ব্যাটসম্যান মনে করেন, ডানহাতি এই পেসারের মধ্যে সর্বকালের সেরা বোলার হওয়ার সামর্থ্য রয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন পন্টিং। তিনি বলেন, 'তার মধ্যে অনেক প্রতিভা আছে। সে সাত ফিট লম্বা, ১৫০ কিঃমি বঘন্টায় বোলিং করে।
এছাড়াও সে নতুন বলে সুইং করাতেও পারদর্শী। তার মধ্যে খুনে মানসিকতা আছে। সে বাউন্স বোলিং করতে খুব ভালোবাসে। সময়ের সাথে সাথে সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।
আমার মনে হয়ে সে এমন একজন ক্রিকেটার যার মধ্যে সর্বোকালে অন্যতম সেরা ফাস্ট বোলার হওয়ার সব গুনাগুন আছে। আমি তার ব্যাপারে অনেক আশাবাদী।'