ভিন্ন লড়াইয়ে রুবেল-ধাওয়ান

ছবি:

আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে শ্রীলংকা-ভারত এবং বাংলাদেশের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ। আর আসন্ন এই সিরিজটিকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছে টাইগার ক্রিকেটাররা।
কারণ দক্ষিন আফ্রিকা সফরে ব্যর্থতার পর, শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজেও ভালো করতে পারেনি টাইগাররা। তাই এই সিরিজ দিয়েই ক্রিকেট বিশ্বের সামনে নিজেদের আবারো তুলে ধরতে চাইবে লাল-সবুজের দলটি।
যেহেতু সিরিজটি এশিয়ার তিনটি বড় দল অংশ নিচ্ছে, তাই দলীয় লড়াইয়ের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে দেখা যাবে লড়াই। এমনই একটি লড়াই উপহার দিবেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান এবং টাইগার পেসার রুবেল হোসেন।

আসন্ন নিদাহাস ট্রফিতে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাঁহাতি ওপেনার শেখন ধাওয়ান। দক্ষিন আফ্রিকার মাটিতে দারুন এক সফর কাটিয়ে এই সিরিজে অংশ নিতে যাচ্ছেন তিনি।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১৪৩ রান এসেছে তার ব্যাট থেকে। আর এই ধারাবাহিকতাটাই ধরে রাখতে চাইবেন নিদাহাস ট্রফিতে। অন্যদিকে টাইগার পেসার রুবেল হোসেনও আছেন ভালো ফর্মে।
এছাড়াও গেল বছর টি-টুয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন তিনি। আর ইন্ডিয়ার বিপক্ষে নিজেকে অবশ্যই প্রমাণ করতে চাইবেন তিনি।
তাই ধাওয়ানের বিপক্ষে তার লড়াইটাও বেশ দারুণ ভাবে দেখা যাবে এই সিরিজে। ইনিংসের শুরুতে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে চাইবেন ধাওয়ান।
আর রুবেল হোসেনের লক্ষ্য থাকবে তার উইকেট তুলে নিয়ে বাংলাদেকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। তাই এই দুজনের মধ্যকার লড়াইটা পুরোদমে দেখা যাবে আসন্ন সিরিজটিতে।